এক বর্ণনায় আছে যে, হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, হুজুর আমি সূরা কুলহু আল্লাহু আহাদ কে খুব ভালোবাসি।
শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ! ইহার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিয়াছে।