Watch
Events
Blog
Market
Pages
More
সবাই কেমন আছেন? আশা করছি ভাল আছেন। আজকে আমি আপনাদের সবার সাথে একটি গল্প শেয়ার করব সেটি অনেক পুরাতন একটি গল্প।
ছোটবেলায় ক্রিকেট খেলার গল্প। ছোটবেলায় যখন বাড়িতে সবাই মিলে ক্রিকেট খেলতাম তখনকার একটি গল্প আপনাদের মাঝে এই মুহূর্তে এই কমিউনিটিতে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। IMG-20230707-WA0004.jpg ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন বাড়িতে সমবয়সী যারা ছিল তাদের সাথে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম। সকালে স্কুলে চলে যেতাম এবং স্কুল থেকে আসার পর বিকেল বেলায় সম্পূর্ণ সময় ফ্রি থাকতাম। স্বাভাবিকভাবে ছোটবেলায় কোন কাজকর্ম ছিল না শুধু পড়ালেখা খাওয়া-দাওয়া এবং ঘুমানো এটাই ছিল কাজ। তখন বিকেল বেলায় বের হতাম খেলাধুলা করার জন্য। বাড়িতে সমবয়সী যারা ছিল তাদের সাথে বিভিন্ন ধরনের খেলাধুলায় মেতে থাকতাম। ছোটবেলা থেকে ক্রিকেট খেলা এবং ফুটবল খেলার এ দুটি খেলার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল। ক্রিকেট খেলার জন্য বল কেনার মত টাকা ছিল না যার কারণে কাগজ ছোট ছোট কাগজের টুকরো একসাথে করে তার উপর কাগজ গুলোকে গোল বলের মতো করে তার উপর লাল রঙের টেপ দিয়ে বলের মত করে তৈরি করতাম। আকৃতিতে কিছুটা ছোট হত পরবর্তীতে এই বল দিয়ে ক্রিকেট খেলা শুরু করতাম। ক্রিকেট খেলার জন্য ছোটবেলায় ব্যাট কেনার মত টাকা ছিল না। যার কারণে বাড়ির মধ্যে কোথাও কোন কাঠ অথবা কোথাও কোন লার্কি পেলে সেগুলো দিয়ে শুকনা কাট কেটে ব্যাট তৈরি করে দিয়ে খেলা শুরু করতাম। বিশেষ করে শুকনা কোন কাঠ দিয়ে খেলার আরম্ভ করে। কোন এক সময় গ্রামগঞ্জে প্রত্যেক বাড়িতে সবাই এভাবে খেলাধুলা করত। খুব কম মানুষই ছিল বল কিনে এবং ব্যাট কিনে খেলাধুলা করার মত। তখন সমবয়সী সবাই মিলে এভাবে খেলাধুলা করতাম এবং তখনকার মুহূর্তগুলো ছিল অন্যরকম খেলতে অনেক বেশি ভালো লাগতো। আমাদের বাড়ির সামনে ছোট্ট একটি মাঠ ছিল। সেই মাঠে সবাই মিলে একসাথে খেলাধুলা করতাম অনেক আনন্দ উদযাপন করতাম। সে সময় গুলো অনেক দারুন ছিল। সেই প্রাইমারি স্কুলের ছোটবেলা ক্রিকেট খেলার গল্পটি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আমার পোস্ট ভিজিট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
26 Blog posts
Load more
You are about to purchase the items, do you want to proceed?