কালো মেয়ে

নবী হযরত মোহাম্মদ সাঃ কালো বলে উম্মে আয়মানকে কখনো অবহেলা করেননি বরং তাকে মায়ের মত দেখতেন।

হযরত মোহাম্মদ সাঃ আমেনা এবং দুধ মা হালিমা ছাড়া ও আরো একজনকে মায়ের আসনে রেখেছেন। তার নাম বাকারা বারাকা থেকে ছেলের নাম করনের পর তার নাম হয় উম্মে আইমান।উম্মে আইমান ফিলিস্তিনের বাসিন্দা ছিলেন।

"উম্মে আইমানের জীবন কাহিনি"

একদিন হযরত মোহাম্মদ সাঃ এর পিতা মক্কার বাজারে বাজার করতে গিয়ে দেখেন রাস্তার পাশে দাড়িয়ে কিছু লোক দাসদাসী বিক্রি করছেন,,সেখানে তিনি কালো বর্নের এক ৯ বছরের কিশোরী দেখতে পান ফিলিস্তিনের,,,তাকে দেখে নবীর অনেক মায়া হয় তাই আব্দুল্লাহ আমেনা রাদিআল্লাহু আনহুর জন্য কালো মেয়েটিকে কিনে আনেন এবং তার নামকরণ করে বাকারা,,, তারপর থেকে বাকারা আমেনার সাথেই থাকে।আব্দুল্লাহ মরু ভূমির উদ্দেশ্য রইনা হওয়ার পর আমেনাকে আর একা থাকতে হয়নি বাকার জন্য, তারপর নবীজীর বাবা আব্দুল্লাহ মারা যাওয়ার পর নবীজির জন্ম হয় তখন থেকেই বাকারা নবীজীর সাথেই সব সময় থাকে,,চোখের হারা করে না সব সময় চোখে চোখে রাখে নবীজীকে,,,এভাবেই দিন কাটতে থাকে নবীজীর মায়ের ইন্তেকালের সময়  বাকারাকে নবীজীর দেখাশুনার দায়িত্ব দিয়ে যায়,, নবীজি ছোট থেকেই দাসদাসী পছন্দ করতেন না তাই  বাকারাকে মুক্ত করে দিয়ে বলে আপনি আপনর ইচ্ছে মত যেখানে খুশি যেতে পারেন।কিন্তু বাকারা তবুও নবীজি কে ছেড়ে কোথাও যায় না,,এভাবেই দিন কাটতে থাকে নবীজিও বড় হয় তারপর খাদিজা রাদিআল্লাহু আনহুর রাখালের দায়িত্ব নেন।সেখানে খাদিজা রাদিআল্লাহু আনহুর নবীজিকে পছন্দ হয় আর বিয়ের প্রস্তাব দেন এবং তাদের বিয়ে হয়,, নবীজির বিয়ের পর বাকারাকে বলেন এখন তো আমার দেখাশুনার জন্য খাদিজা আছে,,,তাই তারপর বাকারার বিয়ের আয়োজন করা হয় জায়েদ ইবনে হারিসা রাদিআল্লাহু  আনহুর সাথে বিয়ে সম্পন্ন করা হয়। তারপর তাদের ঘরে জন্ম নেয় আয়মান আয়মানের নামক করনের পর নবীজি বাকার নাম উম্মে আইমান বলে উপাধি দেন।


Akhi Akter Mim

313 Blog posts

Comments