দাদি

Comments · 28 Views

ভালোবাসার এক নাম দাদি
কত খুনসুটি আনন্দের সৃতি নিয়ে তৈরি নাম দাদি

আমার দাদি যাকে আমি দাদু বলে ডাকি।আমার ৬ মাস বয়স হতে ৩ বছর অব্দি মা-বাবা ছাড়াই তার কাছে বেড়ে ওঠা, ওই সময় টাই বাড়ি বাচ্চা বলতে একমাত্র আমি কন্যা সন্তান আর কোনো বাচ্চা নেই বাড়িতে,তাই সবার আদর কোলে ওঠা আমাকে ঘিরে,,যা আমার পরে হওয়া বাকি বাচ্চা গুলো পাইনি কারন ওরা পিঠাপিঠি হয়েছে সবাই,,,দাদুর গুরুত্ব আমার জীবনে বলে শেষ করা যাবে না।আমাকে দুধ খাওয়ানোর জন্য কাশার হরেকরকম জিনিস কিনা থেকে শুরে করে আমাকে কোলে নিয়ে মাইলের পর মাইল পথ পাড়ি জমিয়েছে,,ক্লান্ত মাখা শরীরে তবুও আমাকে মাটিতে নামায়নি, 

যদি বলা হয় আরবি হাতে খড়ি কার থেকে উওরে আসবে আমার দাদু,,আমাকে নিয়ে কতশত তালিম দিয়েছে তার কোনো হিসাব নেই।শতাধিক মানুষের সামনে কথা বলার কিংবা কনফিডেন্সের মাপ কাঠি তুলনা করলে আমি *০* কোঠায় আমার দাদুর  তুলনায়।গ্রামের মৃত্যু শয্যার মানুষের কানে কালেমা এবং গোসল করানো তাকে ছাড়া অসম্পূর্ণ,, এবং কি বড় হুজুরের বাড়ির তালিমটাও তাকে দিয়ে করানো হয়। এসব তালিমের মাঝে সবসময় দাদুর কোলে থাকতাম তাই কেউ জিজ্ঞেস করলে আমি বলতাম দাদুর কোল যে মিষ্টি ?এরকম কতশত মিষ্টি কাহিনি আছে দাদু আর আমার চোখ বন্ধ করে ভাবলেই দিন গুলো বেসে ওঠে হামাগুড়ি দেয় কেনো বড় হলাম,,,মিষ্টি কোল টা কেনো হাত ছাড়া করলাম আজ ছোট থাকলে আমার মিষ্টি কোলটা আজ পরিপূর্ণ থাকতো,,,বয়সের ভাজে নেতিয়ে পরতো না,,,আজ বিছানা ছেড়ে উঠতে গেলো লাঠির ভর লাগে,,, কোথায় গেলো হাজার মাইল পথ পাড়ি দেওয়া শক্তি,, 

পৃথিবীর সকল দাদা দাদি নানা নানি ভালো থাকুক সুস্থ থাকুক 

 

#দাদু

 

 

Comments
Read more