উনার দরবারে একদিন এক লোক হন্তদন্ত হয়ে উপস্থিত হলো।
বললো আমি আজরাইল আঃ কে দেখে আসলাম, আমার দিকে রাগান্বিত ভাবে চেয়ে আছে,আমার ভয় করছে আমাকে পাশের শহরে পাঠিয়ে দিন।সেভানে আমার পরিবার পরিজন থাকে,
সুলাইমান আঃ বললেন এখন এটা কিভাবে সম্ভব। পাশের শহর তো ৫-৬ দিনের পথ;লোকটা বললো বাতাস আপনর কথা শোনে,বাতাসে ভর করে পাঠিয়ে দিন এক সকাল সন্ধ্যার আগে পাঠিয়ে দিন। এখুনি,,
লোকটার কথায় বাদশা তাই করলেন,
কিছু দিন পর আজরাইল আসলেন বাদশার দরবারে,
তখন বাদশা জিজ্ঞেস করলেন হে আজরাইল তুমি মানুষকে ভয় দেখাও কেনো?সে দিন এক লোক এসে বললো তুমি তার দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে ছিলে,
আজরাইল বললো আমি রাগান্বিত না বিস্ময় দৃষ্টিতে চেয়ে ছিলাম।কারন তার জান কবজ করবো আমি সন্ধ্যায় পাশের শহরে আর সকালে সে এ শহরে কীভাবে আছে তার যাত্রা পথ তো ৫-৬ দিনের তাহলে আমি সন্ধ্যা জান কবজ করবো কিভাবে পাশের শহরে,,কিন্তু মজার ব্যাপার আমি আমার নিয়ম মেনে সন্ধ্যায় পাশের শহরে গিয়ে তার জান কবজ করি তাহলে ৫-৬ দিনের পথ সে কিভাবে পাড়ি দিলো?
তখন বাদশা বললো আমি বাতাসের মাধ্যমে তাকে পাঠিয়েছি।আসলে তার মৃত্যুই তাকে টেনে নিয়ে গেছে,
সুবহানাল্লাহ
আল্লাহ তা'আলা পরিকল্পনা কত মহান আল্লাহ তা'আলা কাছে কোনো কাজই অসম্ভব বলে কিছু নেই
আল্লাহ আকবর
সুবহানাল্লাহ