দেশের তরুণ সমাজ কেন বিদেশে যাচ্ছে? একটি পরিষ্কার ধারণা

দেশের মেরুদণ্ড বলা দেশের তরুণ-তরুণীরা দিন দিন বিদেশে চলে যাচ্ছে। কেন আমাদের আদরের সন্তানরা তাদের বাবা-মাকে ছ??

দেশের তরুণ সমাজ কেন বিদেশে যাচ্ছে? একটি পরিষ্কার ধারণা
দেশের মেরুদণ্ড বলা দেশের তরুণ-তরুণীরা দিন দিন বিদেশে চলে যাচ্ছে। কেন আমাদের আদরের সন্তানরা তাদের বাবা-মাকে ছেড়ে বিদেশে থাকতে চায়? মধ্যপ্রাচ্য, দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিমা দেশগুলিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় এবং তাদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার পিছনে মূল

উদ্দেশ্য হল আরও অর্থ উপার্জন করা। কিন্তু সেই টাকা খরচ করে তারা দেশে কিছু করতে পারে। এর মাধ্যমে দেশের তরুণ সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। অল্পে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর উপর ভরসা করার ঈমান ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আর এ কারণেই অনেকে সাগরে ডুবে মারা যাচ্ছে

Table of Contents
Read…………………..
(১) দেশে বৈধ কর্মসংস্থানের অভাব
(2) নিরাপত্তার অভাব দেশের তরুণ
(৩) পাহাড় আয় বৈষম্য প্রমাণ করে
(4) দেশের তরুণ বেকারত্ব
(5) দেশের তরুণ উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ
(৬) রাজনীতি সচেতন যুবকরা নেতাদের সাথে পরস্পর মারামারি করছে
(7)দ্বৈত নাগরিকত্ব
একটি পরিষ্কার ধারণা | এই অবস্থা থেকে কিভাবে বের হওয়া যায়
বা নির্যাতনে মারা যাচ্ছে। অনেকেই খালি হাতে ফিরছেন। অনেকে আবার বিদেশি নাগরিক হচ্ছেন। কিন্তু তাকদীরের বাইরে সে কিছুই পায় না। আল্লাহ বলেন, “বেশির আকাঙ্ক্ষা তোমাকে (পরকাল থেকে) গাফিল করে রাখবে যতক্ষণ না তুমি কবরে পৌঁছাবে” (তাকসুর 102/1-2)।

জানা গেছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের ২৬ লাখ ১৪ হাজার ৯৪ জন নাগরিক ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। প্রতি বছর সাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ বাংলাদেশির মৃত্যু হয়।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্য অনুযায়ী, দেশের তরুণ প্রতি বছর প্রায় ৭ লাখ বাংলাদেশি বিভিন্ন দেশে অভিবাসন করতে গিয়ে এই ঝুঁকির সম্মুখীন হন। তাদের বেশিরভাগের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, সরকার অবৈধ অভিবাসনকে সমর্থন করে না। যারা অবৈধভাবে বিদেশে যাচ্ছে তারা দেশকে বিপদে ফেলছে এবং দেশের সুনাম নষ্ট করছে’ (১৮ ও ১৯ সেপ্টেম্বর ‘২৩, দৈনিক ইনকিলাব)।

Read…………………..
অক্টোবর মাসের নামাজের ও আযানের সময়সূচি

অক্টোবর সবজি চাষ 2023 – অক্টোবর সবজি চাষ পদ্ধতি

ছুটির তালিকা | অক্টোবর মাসের সরকারি বেসরকারী ছুটির তালিকা

অক্টোবর ক্যালেন্ডার 2023 – অক্টোবরের গুরুত্বপূর্ণ ঘটনা

অক্টোবর মাসের প্রথম সোমবার কোন দিবসটি পালিত হয়?

অক্টোবর মাসে কোন দিন কি দিবস ২০২৩?


দেশ ছাড়ার প্রধান কারণ:

(১) দেশে বৈধ কর্মসংস্থানের অভাব
ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি, নারী ধর্ষণ সব দিক দিয়েই দেশের তলানিতে চলে গেছে। যার জন্য দেশের ১৮ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২ শতাংশ শিশু-কিশোর মানসিক সমস্যায় ভুগছে (২৩ সেপ্টেম্বর, ২০২৩, দৈনিক ইনকিলাব)। দেশের তরুণ বিগত দলীয় সরকারের আমলে বাংলাদেশ দুবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

(2) নিরাপত্তার অভাব দেশের তরুণ
লন্ডন ভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে নিরাপদ শহর সূচকে ঢাকা ছিল ৭ম ঝুঁকিপূর্ণ শহর। দলীয় ক্যাডার ও চাঁদাবাজদের অত্যাচারে মানুষ বিরক্ত। রাস্তায়, এমনকি নিজের ঘরেও কেউ নিরাপদ নয়। যদিও 44 শতাংশ মেয়ে যুক্তরাজ্যের মতো উন্নত দেশের রাস্তায় একা হাঁটতে ভয় পায় (21 সেপ্টেম্বর 2023, দৈনিক ইনকিলাব)।

(৩) পাহাড় আয় বৈষম্য প্রমাণ করে
বর্তমানে দেশে ধনী ও দরিদ্রের মধ্যে আয় বৈষম্যের অনুপাত 1+ থেকে 41। দেশের মোট আয়ের 41 শতাংশ সবচেয়ে ধনী 10 শতাংশের হাতে। খাদ্য মূল্যস্ফীতি গত সাড়ে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। সুদ-ঘুষ, মুনাফাখোর, মওজুদ্দারি ইত্যাদির মতো পুঁজিবাদী অর্থনীতির নির্দয় শোষণে মানুষ ভারাক্রান্ত।

ফলস্বরূপ ২০২১ সালে ২০ হাজার বাংলাদেশি নাগরিক ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আশ্রয় চেয়েছিল। এবার এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। যাদের মধ্যে 90 শতাংশের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে।

(4) দেশের তরুণ বেকারত্ব
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে যুব বেকারত্বের হার ১০ দশমিক ৬ শতাংশ। লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি 100 জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে 47 জন বেকার।

তাই অনেকের মতে, কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে দারোয়ানের চাকরি নেওয়ার চেয়ে ওই টাকা দিয়ে ট্যাক্সি চালাতে বা সুইপারি করে বিদেশে যাওয়া অনেক ভালো। আন্তর্জাতিক চাকরির বাজার প্রায়শই উচ্চতর পারিশ্রমিকের প্যাকেজ এবং কর্মজীবনের অগ্রগতির জন্য ব্যাপক সুবিধা এবং

সুযোগের বিজ্ঞাপন দেয়। ফলে দেশের যোগ্য কর্মচারীরাও বিদেশে পাড়ি জমাচ্ছেন। এ থেকে বোঝা যায় দেশে দক্ষ জনবলের অভাব।

(5) দেশের তরুণ উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ
স্টুডেন্ট ভিসায় বিদেশ ভ্রমণ দিন দিন বাড়ছে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও মানসম্মত শিক্ষার অভাব, ছাত্র-শিক্ষকদের রাজনৈতিক দলাদলি, যে কোনো চাকরিতে দলাদলি, চাকরির সুযোগ সীমিত, যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়া, সামাজিক নিরাপত্তার

অভাব ইত্যাদি। আইন-শৃঙ্খলার অবনতি, নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং বিদেশী কোম্পানির আকর্ষণীয় অফার ইত্যাদির কারণে ছাত্র-ছাত্রীদের বিদেশ যাওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে। এভাবে মেধাবীরা বিপুল পরিমাণে বিদেশ চলে গেলে দেশ মেধাহীন হয়ে পড়বে।

কিছু ক্ষেত্রে. 2022 সালে প্রকাশিত ইউনেস্কোর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় 49,151 বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের 58টি দেশে পড়াশোনা করতে গেছে। অনেকে অবৈধভাবে চলে যাচ্ছেন। অনেকেই সেখানে বসতি স্থাপন করছেন।

(৬) রাজনীতি সচেতন যুবকরা নেতাদের সাথে পরস্পর মারামারি করছে
রাজনীতি থেকে দূরে থাকা। তারা দেশের উন্নতির জন্য উন্নত চিন্তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিদেশে তরুণদের সংখ্যা কম। তাই

তারা এদেশের তরুণদের বিভিন্নভাবে আকৃষ্ট করছে। এমনকি তাদেরকে সে দেশের রাজনীতিতে প্রবেশের সুযোগ করে দিচ্ছেন। তারা আবার বিদেশি প্রতিনিধি হয়ে দেশে এসে আমাদের নেতাদের পরামর্শ দিচ্ছেন।

(7)দ্বৈত নাগরিকত্ব
এর আগে ইউরোপ-আমেরিকাসহ ৫৭টি দেশে দ্বৈত নাগরিকত্বের সুবিধা ছিল। বর্তমান সরকারের অধীনে আরও ৪৪টি দেশ দ্বৈত নাগরিকত্বের অনুমতি দিয়েছে। এর পক্ষে-বিপক্ষে বিভিন্ন মত রয়েছে। কিন্তু এর ফলে ধনী শ্রেণী আইনি প্রক্রিয়ায় দেশের টাকা বিদেশে রাখতে পারে

একটি পরিষ্কার ধারণা | এই অবস্থা থেকে কিভাবে বের হওয়া যায়
(১) সরকার ও প্রশাসনকে সকলের প্রতি নিরপেক্ষ আচরণ করতে হবে। দেশের তরুণ মেধাবী ও মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে এবং সম্মানিতদের যথাযথ সম্মান দিতে হবে। (২) সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, চিকিৎসক ও শিক্ষক ও ছাত্রদের নিজ নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক দলাদলি নিষিদ্ধ করতে

হবে। (4) আইন প্রয়োগকারী বাহিনীকে নিরপেক্ষ রাখতে হবে এবং সর্বদা নৈতিক প্রশিক্ষণ দিতে হবে। সেই সাথে মিথ্যা মামলা দায়েরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। (৫) বিচার ব্যবস্থায় আমূল সংস্কার করতে হবে। আদালতের কাঠামোও ঘুষ খায়, এই অসম্মান দূর করতে হবে।

দীর্ঘস্থায়ী বিচারের কারণগুলি মুছে ফেলা উচিত। সে কারণেই হাইকোর্টে বিচারের অপেক্ষায় থাকা লাখ লাখ বন্দি, যাদের অপেক্ষার মেয়াদ কমপক্ষে ৩ বছর, তারা জামিনে মুক্তি পেতে পারেন। পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডের অমানবিক বিধান বাতিল করতে হবে।

নিম্ন আদালতে কারাদণ্ডের মেয়াদ ১ মাস নির্ধারণ করা যেতে পারে। দেশের তরুণ এটি নিউজিল্যান্ডের মতো আমাদের কারাগারগুলিকে প্রায় খালি ছেড়ে দেবে এবং বন্দী এবং তাদের পরিবারগুলি স্বস্তি পাবে (এছাড়া সম্পাদকীয় নোট করুন: ‘কারাগার সংস্কারের বিষয়ে আমাদের প্রস্তাবনা’ (19/8 সংখ্যা, মে 2016)। আল্লাহ আমাদের সাহায্য করুন – আমীন!)।

Posted

October 14, 2023
in

Hadith, News, মেয়েদের বিষয়, রছেলেদে বিষয়
by

Shohidul

Tags:

দেশের তরুণ, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর নোটিশ বোর্ড, যুব উন্নয়ন প্রকল্প ২০২৩, যুব উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ


Monirul Islam

1232 Blog posts

Comments