মহান রব্বুল আল্লাহ তা'আলা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানব জাতি সৃষ্টি করেছেন।
সৃষ্টির আরো অনেক ভিন্ন রুপ আছে,(কালো,ফর্সা,চিকন,লম্বা, খাটো,মোটা ইত্যাদি)
এসব আলাদা রুপি মানুষ গুলোর খ্যাতি কেমন হয় আশা করি সবার জানা আছে।
পাড়াপ্রতিবেশি স্কুল কলেজের সহপাঠীরা বাবা মায়ের দেওয়া ডাক নাম দিয়ে না ডেকে তাদের মন মতো নামে ডেকে অবস্থ হয় আর বেশি মজা পাই?
আমি সেই মজা নেওয়া মানুষদের মাঝে একজন ভোগতোভুগি,,সহপাঠীদের নানান ধরনের নাম শুনতে শুনতে মরে যেতে ইচ্ছে করতো,,ভাবতাম মরে গেলে সব কিছুর সমাধান হবে,,মরার চেষ্টা ও করে ছিলাম বোকার মত
কিন্তু এ বোকামি করতে গিয়ে বুজতে পারলাম এ বোকামিতে সহপাঠী পাড়াপ্রতিবেশির সামান্য কিছুদিন কষ হবে তারপর নতুন কাউকে নিয়ে মজা নিবে,কিন্তু সারাজীবন কষ্ট বুকে চেপে রাখতো আমার বাবা-মা।
আর ইবলিশ সয়তান একটা মানুষকে সেচ্ছায় মৃত্যু ঘটিয়ে নিজে খুশি হত আর মহান রব্বুল আলামীন কষ্ট পেতো যে তার একটা বান্দা ভূল পথে অবসর হলো।
যে নবী আমাদের উম্মতদের জন্য ইয়া উম্মতী ইয়া উম্মতী করতো সে নবীর উম্মতের তালিকা থেকে বাদ পড়তাম।
এতো কিছু বোঝার পর নিজেকে ভালোবেসে না পারি কিভাবে?
একটা বোকামি আমার দেওয়া পিঠ লাগিয়ে দেয় বানিয়ে দেয় হাতিয়ার রুখে দাড়ানোর শক্তি।
আমি এখন নিজেকে ভালোবাসতে শিখে গেছি,,
কারন এ পৃথিবীর কিছু সংখ্যক মানুষ খুবই স্বার্থপর। মা বাবা ছাড়া আপন কেহ নাই,
মহান রব্বুল আলামীন ও তার প্রিয় বন্ধু হযরত মোহাম্মদ সাঃ আমাদের প্রকৃত ঈমানদারের অনেক ভালোবাসেন।
এখন আমি বুঝতে শিখে গেছি অন্যের জন্য নিজেকে কষ্ট দেওয়া মস্ত বড় বোকামি।
যে সব মানুষ আমার মত বোকা তাদের বলবো নিজেকে ভালোবাসতে শিখুন।নিজের খুশির কারন গুলো অখুশির কারন গুলো একমাত্র নিজেরই জানা তাই নিজে নিজেকে ভালোবাসি সবাই এক সাথে চলেন বলি আমি আমাকে ভালোবাসি,,নিজের জন্য নিজেকে বুঝি,,নিজের আনন্দ নিজে তৈরি করি।
নিজের ভালো আমি নিজে ছাড়া কেউ বুঝবে না
#I Love Me