সংক্ষিপ্ত বক্তব্য/ভাষণ | ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে | Download Pdf

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবসকে কেন্দ্র করে বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। আবার পরীক্ষাতেও শে?

সংক্ষিপ্ত বক্তব্য/ভাষণ | ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে | Download Pdf
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবসকে কেন্দ্র করে বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। আবার পরীক্ষাতেও শোক দিবসের বক্তব্য pdf বা ভাষণ রচনা করতে বলা হয়। তাই আমাদের এ বিষয়টি ভালোভাবে জানা উচিত। ১৫ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। ইতিহাসের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল।

তাই এদিনটি স্মরণে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষারও আয়োজন হয়।আজ আমরা কোর্সটিকায় জাতীয় শোক দিবসের বক্তব্য pdf আকারে তুলে ধরবো। এ বক্তব‌্য বা ভাষণটি তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবে, আবার চাইলে শোক দিবসের কোন অনুষ্ঠানে অতিথি হিসেবেও বলতে পারবে।

Table of Contents
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষণ
জাতীয় শোক দিবসের ইতিহাস
Related post
১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা Download pdf
১৫ আগস্ট সম্পর্কে কবিতা
শোক দিবস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীঃ
Tags;
15 August Boktobbo
১৫ আগস্ট
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষণ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষণ দেয়ার পূর্বে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আপনি যদি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষণ দেয়ার পূর্বে প্রস্তুতি গ্রহণ না করেন, তাহলে ভাষণ দেয়ার সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন।

তাই অবশ্যই আপনার উচিত হবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষণ দেয়ার পূর্বে প্রস্তুতি গ্রহণ করা।আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষণ কিভাবে দিতে হয়, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

তো দেরি না করে চলুন দেখে নেয়া যাক, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষণ দেয়ার নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত তথ্য।

জাতীয় শোক দিবসের ইতিহাস
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সাহসী কৃতিত্বের জন্য তাকে জাতির জনক স্বীকৃতি দেওয়া হয়। ১৯৭২ সালে পাকাহানাদার বাহিনীর কবল থেকে বাংলার মানুষকে মুক্তি করার জন্য তিনি যে বিষেশ ভূমিকা

পালন করেছেন তা বিশ্বের কাছে পরিলক্ষিত। ইতিহাসের প্রতিটি পাতায় সোনা অক্ষরে লিখিত তার এই কৃতিত্বের ইতিহাস। কিন্তু এই মহান নেতাকে অকালে মৃত্যু বরণ করতে হয় বিশ্বাসঘাতক বিপথগামী সেনাসদস্য অতর্কিত আক্রমণে।

আজকের পোস্টে আমরা সেই ভয়াবহ দিনটি সম্পর্কে জানবো।ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে ১৯৭৫ সালে ১৫ আগস্ট রাতে একবুক স্বপ্ন নিয়ে স্বপরিবারে ঘুমাচ্ছিলেন জাতির জনক। হঠাৎ মধ্যে রাতে ততকালীন বিপথগামী কিছু সেনাসদস্য বঙ্গবন্ধুর ওপর অতর্কিত আক্রমণ চালায়। যার ফলে নিহত হোন জাতির জনক ও তার পরিবারের ১৬ জন সদস্য।

ছেলে শেখ জামাল, শেখ কামাল ও শিশু পুত্র শেখ রাসেল। পুত্রবধু রোজী কামাল ও সুলতানা কামাল এবং ভাই শেখ আবু নাসের, ভাগনে শেখ ফজলুল হক মণি, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি। বঙ্গবন্ধুর পরিবারকে বাঁচাতে ছুটে আসেন কর্নেল জামিলউদ্দীন, তিনিও তখন ঘাতকের আগাতে নিহত হন। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ রেহানা ও তার বড়বোন শেখ হাসিনা।কিন্তু নিমিষে ধ্বংস হয়ে যায় একটা গোটা পরিবার।

ঐ রাতটি ছিল বাঙ্গালীর জীবনের সবচেয়ে বড় দুঃক্ষজনক ও ভয়াবহ রাত্রি।যেই দিনটির কথা আজও ভুলতে পারিনি বাংলার মানুষ। এই দিনটিকে স্বরণ করে রাখার জন্য প্রতিবছর ১৫ আগস্ট পালিত হয় জাতীয় শোক দিবস।

এই দিনে জাতীয় পতাকাকে অর্ধনমিত অবস্থায় রাখা হয় এবং সারা দেশে কালো পতাকা উত্তলন ও বঙ্গবন্ধুর পবিত্র কবরস্থানে ফুল দিয়ে এই দিনটি পালিত হয়।

Related post
দাড়ি রাখা কি পুরুষদের স্বাস্থ্যের জন্য ভালো?

নামাজের দোয়া ও সূরা (বাংলা অনুবাদ,অর্থসহ আরবি)

তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করবেন

Gyanvapi Masjid | A Synthesis of History and Spirituality Gyanvapi Masjid

The Mosque Near Me | Finding Spiritual Solace and Community

Masjid Al Aqsa A Historical and Spiritual Treasure of Islam

The Importance of Masjid | A Guide to Understanding the Significance of the Mosque

?✨ Eid ul Adha Beauty Hacks: Glow Like a Star This Festive Season! ???

১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা Download pdf
নিচে ১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf আকারে তুলে ধরা হবে। চাইলে আপনি নিম্ন বর্ণিত, ১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf আকারে ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি নিচে উল্লেখিত, ১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf Download

করে রাখেন তাহলে ১৫ ই আগস্ট সম্পর্কে বক্তৃতা দেয়ার সময় তা আপনার কাজে লাগতে পারে।”আসসালামু আলাইকুম। অত্র অনুষ্ঠানের সভাপতি সহ-সভাপতি অনুষ্ঠানের আয়োজকদের কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে যারা অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেছে তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

বিশেষ একটি দিবস উপলক্ষে আজ আমরা এই অনুষ্ঠানের সমবেত হয়েছি।আরো পড়ুন: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস রচনা ২০২৩আর সেই দিবসটি জাতীয় শোক দিবস।

১৫ ই আগস্টে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারসহ নৃশংস ভাবে হত্যা করার মাধ্যমে, বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজন একটি দিবসের সূচনা হয়। ১৫ ই আগস্ট হলো বাঙালি জাতির দুঃখ করার দিন ১৫ ই আগস্ট বাঙালি জাতির শোক পালন করার দিন।বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম কোন ঘটনা আর নেই।

সেনাবাহিনীর কিছু বিপথগামী অভিযোগ ও সদস্যের মাধ্যমে পাকিস্তানি শত্রুরা বাস্তবায়ন করেছে। ঘাতকদের উদ্দেশ্য ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করার মাধ্যমে দেশে বিশৃঙ্খল একটি পরিবেশে সৃষ্টি করা। এবং তারা তা করতে পেরেছিল।৭৫ এ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি।

তাই সকলকেই সচেতন থাকতে হবে। আমরা যদি, সকলে সম্মিলিতভাবে দেশের উন্নতির জন্য কাজ করে যাই তাহলে আজকের এই দিবস পালন করা সফল হবে। সকলকে ধন্যবাদ।”উপরে উল্লেখিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষণ বা ১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf আকারে ডাউনলোড করে নিতে পারেন।

নিচে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কিছু কথা এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবেদন তুলে ধরা হবে। এর পাশাপাশি নিচে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা এবং শোক দিবসের কবিতা খোকা উল্লেখ করা হবে। এবং আর্টিকেলটির শেষ অংশ শোক দিবসের ছড়া এবং শোক সভার কবিতা তুলে ধরা হবে।

১৫ আগস্ট সম্পর্কে কবিতা
আপনারা অনেকেই ১৫ আগস্ট সম্পর্কে কবিতা খুঁজে থাকেন । তাই এখন আমি আবু জাফরের একটি কবিতা লিখে দিয়েছি। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।

এছাড়া আপনার যদি অন্য কোন কবিতা চাই তাহলে কমেন্ট করে জানাতে পারেন।শোকাবহ আগস্ট
আবু জাফর

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বাঙালির হৃদয়ে পদ্মা মেঘনার মত বহমান ।
উনিশশো পচাত্তরের শোকাবহ আগস্ট মাস,
বঙ্গবন্ধুকে হত্যা ক’রে, কলঙ্কিত সে ইতিহাস ।

স্বাধীন বাংলায় ছিলো কোটি কোটি ভক্ত,
তবু নৃশংসভাবে ঝরালো তাঁর তাজা রক্ত ।
ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর স্বপ্নের বাড়ী,
এক মুহুর্তেই বানালো হায়েনারা মৃত্যুপুরী ।

সেদিনও ভোরের পাখি গেয়েছিলো গান,
মসজিদেও যথারীতি হয়েছিলো আযান ।
শিশু পুত্র ‘রাসেল’ আদরের নয়নের মনি,

নিরব পাথর পড়ে থাকলো সবার মরদেহ,
বঙ্গবন্ধুর হাতধরে তোলার রইলো না কেহ ।
হতবাক হলো দেশ স্তম্ভিত আকাশ বাতাস,
সৃষ্টি হলো বেদনার একটি নতুন ইতিহাস ।

গোটা বাঙ্গালীর চোখে শুধুই ছিলো কান্না,
সবার অন্তরে বয়েছিল দুঃখের প্রবল বন্যা ।
আজো তাঁহার জন্য কাঁদে বাঙালির হৃদয়,
জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে বিনম্র শ্রদ্ধায় ।

জোয়ার
– স্বপঞ্জয় চৌধুরী

সন্ধ্যার আলো ক্ষীণ হলে
এখানে জোয়ার নেমে আসে,
সাড়ে সাত থেকে ষোল কোটি প্রাণের স্পন্দনে
বুকের ভেতর ক্ষোভের বুদবুদি ছাড়ে।


গল্পে, কবিতায়, রাজপথে, ফেস্টুনে
নবজাতকের নিষ্পাপ লালা থেকে শুরু করে
বৃদ্ধার কুচকানো চামড়ার ভাজে ভাজে
ক্রোধের উত্তাপ নেমে আসে।


যখন একটি বজ্রকণ্ঠ
বিশ্ব থেকে বিশ্বময় জানান দেয়
বাঁচার অধিকার আর নিপীড়িতের ক্রন্দন ধারার;
তখন এখানে জোয়ার নেমে আসে।
পথে ঘাটে, স্কুলে, আঙিনায়,


পোড়ো বাড়ির পরিত্যক্ত বারান্দায়
পড়ে থাকে মৃত জোয়ান আর ধর্ষিতার ছিন্ন শাড়ির সুতো,
হলদে শর্ষের ক্ষেত ভিজে থাকে কৃষকের খুনে
তখন এখানে মৃত্যুক্ষধা নিয়ে আকাশ ভেঙে পড়ে।


এখানে একটু ঢেউ দরকার
অবশেষে ঢেউ এলো,
আকাশের সূর্য তাকে কুর্নিশ জানালো।
সে তার মায়াবি হাতের ছায়াতলে
মৃত নগরীর বুকে ফোটালো সোনালী স্বপন
আর একরাশ বর্ষা কদম্ব ফুল।


অতঃপর একদিন একখন্ড অগ্নিছায়া
সেই ঢেউকে দিল থামিয়ে,
পাখিরা, ফুলেরা, শিশুরা
বিমর্ষ হয়ে থাকে ঢেউয়ের শোকে।


কিন্তু ঢেউকে কি কখনো যায় থামানো
সেতো দূর্বার গতির মতই শক্তিমান
বিদ্যুৎ এর মতোই ক্ষীপ্রমান,
তাই এখানে জোয়ার নেমে আসে
প্রতিবার, প্রতিবছর ১৫ ই আগস্টে

(সুত্র: ছাইলিপি.কম)

সম্মানিত পাঠক পাঠিকা আশা করি উপরে সম্পূর্ণ অংশ পড়েছেন এবং বুঝতে পেরেছেন। উপরে আমরা শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা করেছি। এবং ১৫ আগস্ট সম্পর্কে কবিতা দিয়েছি আবু জাফরের।

এছাড়া ১৫ আগস্ট সম্পর্কে রচনা। ১৫ আগস্ট সম্পর্কে অনুচ্ছেদ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

শোক দিবস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীঃ
বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাবোর্ডে প্রতিবছর জাতীয় শোক দিবস সম্পর্কিত কয়েকটি প্রশ্ন থাকে। যেগুলোর উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণঃ

১। ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের কতজন সদস্য নিহত হয়?

উত্তরঃ ১৬ জন।

২। কত তারিখে জাতীয় শোক দিবসে উদযাপন করা হয়?

উত্তরঃ ১৫ ই আগস্ট।

৩ । কত সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৬ জন সদস্য প্রাণ হারায়?

উত্তরঃ ১৯৭৫ সাল।

৪। শেখ রাসেল কখন মৃত্যু বরণ করেন?

উত্তরঃ ১৫ ই আগস্ট ১৯৭৫ সাল।

৫। ইতিহাসের অন্ধকারতম অধ্যায় বলা হয় কোন দিনটিকে?

উত্তরঃ ১৫ ই আগস্ট।

Tags;
১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf,
১৫ আগস্ট সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা,
জাতীয় শোক দিবসের বক্তব্য,
জাতীয় শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য ২০২3,


জাতীয় শোক দিবসের উপস্থাপনা,
১৫ আগস্ট সম্পর্কে রচনা,
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস,
জাতীয় শোক দিবস রচনা pdf,

15 August Boktobbo

Posted

August 13, 2023
in

News
by

Shohidul

Tags:

১৫ আগস্ট, ১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf, ১৫ আগস্ট সম্পর্কে রচনা, ১৫ আগস্ট সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা, ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস, জাতীয় শোক দিবস রচনা pdf, জাতীয় শোক দিবসের উপস্থাপনা, জাতীয় শোক দিবসের বক্তব্য, জাতীয় শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য ২০২3


Monirul Islam

1232 Blog posts

Comments