প্রিয় অর্ধেক দ্বীন

আপনি বরং বৃষ্টি হয়ে আমার জীবনে আসুন,
যাকে পাওয়াটা হবে রহমত ছোঁয়াটা হবে সুন্নত??

★আমি অপেক্ষা করছি...! 

তিনি আসবেন,,,!

ছড়িয়ে দিবেন আমার অন্তরে এক শুভ্রতম ভালোবাসা,, যার আসায় চক্ষু শীতল হবে আবার!

যার প্রতিটি কথা কাজ আমায় মুগ্ধ করবে...!

যার আসাতে পূর্ণতা পাবে আমার অর্ধেক দ্বীন... 

কেটে যাবে একাকিত্বের প্রহর,, যার রুপের নয় বরং চরিত্রের মায়ায় আমি পড়বো...!

যার এক একটা কথা ও কাজ আমায় দ্বীনের অনুপ্রেরণা দিবে...!

সে যখনই আসুক!!

আসুক রবের সন্তুষ্টির সাথে নিয়ে আসুক!!

সুন্নাহের শুধু চাদর জড়িয়ে পরিপূর্ণ তাকওয়া নিয়ে আসুক সে আমার জীবনে!! 

অপেক্ষা হোক শুধু হালালের জন্য!! 

ইতি,,

অর্ধেক দ্বীন,,??


Bonolota

106 Blog posts

Comments