#মেহেদি

Comments · 18 Views

ছোট বেলা মেহেদী মানেই ঈদের আনন্দ
কার হাতের মেহেদী লাল হালকা এসব নিয়ে মাতামাতি

বিয়ে বাড়ি,,ঈদ,,যে কোনো অনুষ্ঠানে এখন মেহেদীর মেলা জমে।

আগের দিনে দাদী নানী মা চাচীরা গাছের মেন্দি পাতা দিয়ে হাত রাঙ্গা তো।

তাদের কাছেই গাছের মেন্দী মানেই আনন্দ ছিলো।

আর এখন কতশত বাহারি কত বিচিত্র মেহেদি। 

রাঙ্গাপরি,মমতাজ,, স্মার্ট,, জয়া,,

কোন মেহেদী টিউব মেহেদী, 

কতশত পার্লার আছে মেহেদী উৎসবের।

বিয় বাড়ির ধুম আর আছে হলেই মেহেদীর সমাহার শুরু হয়।

আগের দিনে মত আর মেহেদী দেওয়া জন্য অপেক্ষা করতে হয় না,কার টা শেষ হবে কার পড়ে কে দিবে,,ওর টা ভালো হয়েছে আমার টা ভালো হয়নি এসব নিয়ে রেসারেসির মত সময় গুলো সব পিছনে ফেলে মেহেদী এখন সবার হাত রাঙ্গিয়ে বেশ জমে আছে।

কেউ কেউ তো হাতের মেহেদী ফুরিয়ে যাওয়ার আগে আবার হাতে মেহেদী পড়ে।

কতশত ডিজাইনার বই,, আর আগের দিনে সাদামাটা ভাবে মেন্দি পড়েছে।

আর এখন ডিজাইন ডিজাইন মেহেদী পড়ে সবাই হাতে,

কেউ তো পারলে মেহেদী দিয়ে পেডিকিওর মেডিকিওর ও করে ফেলবে মনে হয়।

মেহেদী নিয়ে কোলাহল শতশগ বছর রয়ে যাবে ঈদ বিয়ে উৎসবের দিন গুলোর মাঝে।

#মেহেদি

Comments
Read more