বাবারা সব সময় কেনো পিছিয়ে থাকে আমার তা জানা নেই।
মা দশ মাস ১০ দিন বহন করে আর বাবা রা ১৮/২৫ বছর ধরে বহন করে।উভয়ই তো বহন করলো তাহলে কেনো বাবা নামক শব্দ টি পিছিয়ে পড়ে।
মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের কাজে লাগায়,
উভয়েরই সংসারে দায়িত্ব আছে তাহলে কোনো বাবা পিছিয়ে আছে,,। মা আপনার মন মত রান্না করে,বাবার কাছে যখন যা আবদার তাইই পাওয়া হয়,দুজনে আপনকে সমান হারে ভালোবাসে,,তবুও দিন শেষে আপনি মাকে গুরুত্ব দিয়ে বাবা নামক কষ্টে করে উর্পাজন করা মানুষটকেই ভূলে যান। কোথায় গেলে সব সময় মায়ের সাথে ফোনে কথা,,,ব্যথা পেলে ও মা বলে উঠা,,,আর কোথাও কোনো টাকার প্রয়োজন হলে আগে আপনি বাবার নামটি নেন।
আপনর ক্যারিয়ার গড়ার পিছনে আপনার মা মানসিক সার্পোট দেয় আর আপনর বাবা ফিন্যালসিয়াল ভাবে সার্পোট করে।তবুও একবার মনে হয় না বাবাকেও সমান গুরুত্ব দেওয়া হোক মায়ের মতন করে।কখনো কি খোজ নিয়েছেন বাবা কত পরিশ্রমের কাজ করে,,বাবা কত দিন ধরে জুতা বা নিজের জামা কাপড় কিনে না,,,মাসে মাসে আপনাকে আপনর পরিবারকে সার্পোট করা মানুষটি কতটা ভালো আছে।
তার কি মন খারাপ হয়,,তার ও কি কথা বলতে ইচ্ছে হয় কখনো ভেবেছন?
বাবা সারাজীবন পরিশ্রম করে এসে পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী বাবা -মায়ের দায়িত্ব পালন করে আসে আর যখনই কোনো সম্মানজনক উপাধি দেওয়া কথা আসে।তখন বলা হয় ওনি তো আপনাকে সময়ই দেয়নি,,, কখনো খোজ রাখিনি, ইত্যাদি,,
চলেন বাবাকে নিয়ে নতুন করে ভাবি কিছু মন খোলে কথা বলি বাবাকে।
বাবা মানে গল্পের আড়ালে থাকা এক মহানায়ক
বাবা মানে কঠোর পরিশ্রমের পর হাসি মুখে বাড়ি ফেরা
বাবা মানে সব আদরের এক বিশাল অফুন্তর ভান্ডার
পকেটকে টাকা কম তবুও শত চেষ্টা সন্তানের মন রাখতে।
বাবা মানে অভাব থাকা স্বত্বেও সন্তান কে বুঝতে না দেওয়া।
ভালোবাসি বাবা তোমায়,,
সকল বাবা মায়ের জন্য দোয়া কামনা করি
রাব্বির হাম্মহুমা কামা রব্বায়ানি ছগিরা।