Wife cheating on Husband | ইসলাম কি বলে ?

আমি একজন বিবাহিত পুরুষ। আমার কয়েকজন সন্তান ও একজন স্ত্রী রয়েছে। কিন্তু, স্ত্রীর সাথে সব সময় আমার ঝগড়া লেগ?

Wife cheating on Husband | ইসলাম কি বলে ?

আমি একজন বিবাহিত পুরুষ। আমার কয়েকজন সন্তান ও একজন স্ত্রী রয়েছে। কিন্তু, স্ত্রীর সাথে সব সময় আমার ঝগড়া লেগে থাকে। আমি অনেকবার তার সাথে আমার সমস্যা নিরসনের উদ্যোগ নিয়েছি;

কিন্তু কোন কাজ হয় নাই। সে তালাকের প্রতি সন্তুষ্ট নয়। জৈবিক দিক থেকেও সে আমাকে সন্তুষ্ট করতে পারছে না। আমাদের এখানে প্রথাগতভাবে দ্বিতীয় বিবাহ অনুমতি নয়। Wife cheating on Husband

কিংবা মানুষ বিবাহিত পুরুষের কাছে তাদের মেয়েদেরকে বিয়ে দেয় না। আমার আশংকা হচ্ছে- এভাবে চলতে থাকলে আমি হারামে লিপ্ত হতে পারি।

আপনারা আমাকে অবহিত করুন ও গাইড করুন। আমি আশা করব আপনারা আমাকে উপদেশ দিবেন, কিভাবে আমি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এর ভাল সমাধান কী হতে পারে? আল্লাহ্‌ আপনাদেরকে উত্তম প্রতিদান দিন। Wife cheating on Husband

স্বামী-স্ত্রী দুইজনের মাঝে তীব্র বিরোধ, আমরা কি তাকে তালাক দেয়ার উপদেশ দিব?
উত্তর
আলহামদুলিল্লাহ।

আরো পড়ুন ,…..
তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করবেন

নামাজের দোয়া ও সূরা (বাংলা অনুবাদ,অর্থসহ আরবি)

ইসলামিক উক্তি | ALLAH LOVE QUOTES 140+

Download Official Android Apps
Wife cheating on Husband Bangla
এক:

কোন ঘরই সমস্যা মুক্ত নয়। কিছু ঘরের সমস্যা মামুলি। আর কিছু ঘরের সমস্যা জটিল। যিনি তার সমস্যা সমাধান করতে চান কিংবা অন্যের সমস্যা নিরসন করতে চান তাকে সমস্যার কারণগুলো জানতে হবে;

যেগুলোর পরিপ্রেক্ষিতে স্বামী-স্ত্রীর মাঝে, কিংবা দুই বন্ধুর মাঝে, কিংবা পিতা-পুত্রের মাঝে কিংবা যে কোন পক্ষের মাঝে বিরোধ, ঝগড়াঝাঁটি ও মন কষাকষি সৃষ্টি হয়। Wife cheating on Husband

আপনার ও আপনার স্ত্রীর মাঝে কী নিয়ে মতবিরোধ তা আমরা জানি না। তাই আমরা এ ব্যাপারে আপনাকে সাধারণ কিছু পরামর্শ দিব, যেগুলো আপনার জন্য ও অন্য কারো জন্য উপকারী হবে।

প্রিয় ভাই, আপনি আপনার ও আপনার স্ত্রীর মাঝে এ সমস্যাগুলোর কারণ খুঁজে বের করুন। হতে পারে আপনিই এ সমস্যাগুলোর মূল ও প্রধান কারণ। আপনার এমন কোন স্বভাব যা আপনি পরিবর্তন করতে পারছেন না, Wife cheating on Husband

কিংবা আপনার স্ত্রীর সাথে আপনার খারাপ আচরণ, কিংবা আপনার স্ত্রী ও তার সন্তানদের প্রতি আপনার অবহেলা কিংবা অন্য কোন কারণ যার কোন সীমা নেই। তাই আপনার কর্তব্য হচ্ছে নিজের ভুলগুলো শোধরানো।

আপনার উচিত হচ্ছে- সে ভুলগুলো যদি আপনার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে সেগুলোর কারণগুলো দূর করা। আপনার অজানা নয় যে, স্ত্রীর সাথে ভাল আচরণ, স্ত্রীকে গুরুত্ব দেয়া, Wife cheating on Husband

স্ত্রীর কাজের প্রশংসা করা, সন্তানদের যত্ম নেয়া এবং বাড়ীর প্রয়োজনীয় জিনিসপত্র সরবরার করা ইত্যাদি প্রত্যেকটি স্বামীর প্রতি স্ত্রীকে সন্তুষ্ট করে, উভয়ের মাঝে সম্প্রীতি আনয়ন করে, ঘরের মাঝে দয়া বিস্তার করে।

আর আপনাদের উভয়ের মধ্যস্থিত সমস্যা ও বিরোধগুলোর কারণ যদি আপনার স্ত্রীর পক্ষ থেকে হয় তাহলে আপনার কর্তব্য হচ্ছে- প্রজ্ঞা ও সদুপদেশের মাধ্যমে এর সুরাহা করা। স্বামীর জন্য সবচেয়ে সহজ হচ্ছে – মূলতঃ ও বেশিরভাগ ক্ষেত্রে- স্ত্রীকে

অনুগত বানানো, স্ত্রীর অপছন্দীয় জিনিসকে পছন্দনীয় করে তোলা, পছন্দনীয় জিনিসকে অপছন্দনীয় করে তোলা। কারণ কোন নারী যখন কোন পুরুষকে স্বামী হিসেবে

মেনে নিতে সন্তুষ্ট হয় তার পছন্দ ও অভিপ্রায় অনুযায়ী বসবাস করতেও সন্তুষ্ট থাকে। এটা শর্ত নয় যে, স্ত্রী আগে থেকে সেটাকে পছন্দ করতে হবে কিংবা সেটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। Wife cheating on Husband

এটা সকল স্ত্রীর স্বাভাবিক মনোবৃত্তি। এ কারণে স্ত্রী তার স্বামীর অনুগামী হয়ে থাকে। এ হেতুর কারণেই মুসলিম নারীকে কাফেরের কাছে বিয়ে দেয়া হারাম। এ হেতুর কারণেই সৎ স্বামী নির্বাচন করার আদেশ দেয়া হয়েছে।

যেন স্বামী সচ্চরিত্রবান ও দ্বীনদার হয়; যাতে করে নারী তার দ্বীনদারি ও চরিত্র দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত না হয়।

দুই: Wife cheating on Husband

হতে পারে কোন স্বামীর মনোবৃত্তির সাথে স্ত্রীর মনোবৃত্তি মিলবে না। না স্বামী তার স্ত্রীর সাথে ভাল আচরণ করতে সক্ষম; আর না স্ত্রী তার স্বামীর বৈধ ইচ্ছা-আকাঙ্ক্ষার ডাকে সাড়া দিতে প্রস্তুত।

এমন হলে এটাই তাদের দু-জনের মাঝে বিচ্ছেদের স্টেশন। এমতাবস্থায় তারা দুইজন স্বামী-স্ত্রী হিসেবে থাকা সময় নষ্ট করা এবং সমস্যা ও পাপ-পঙ্কিলতাকে বাড়ানো ছাড়া আর কিছু নয়।

প্রশ্নে যা এসেছে সে আলোকে আমরা বলতে চাই: যদি স্বামী দেখেন যে, স্ত্রী স্বামীর জন্য নিজেকে সংশোধন করতে প্রস্তুত নয় এবং স্বামী নিজে এ সকল সমস্যার কারণ নয়: তাহলে তার সামনে তালাক ছাড়া আর কোন রাস্তা নেই। Wife cheating on Husband

আর এটাই সর্বশেষ সমাধান! এই সমাধানে স্ত্রী সন্তুষ্ট থাকা শর্ত নয়। তালাক কার্যকর হওয়ার ক্ষেত্রে তার সন্তুষ্টি ধর্তব্য নয়। আমরা সমস্যাগুলোর সমাধান হিসেবে তালাককে উল্লেখ করেছি নিম্নোক্ত কারণগুলোর প্রেক্ষিতে যে কারণগুলো আপনার প্রশ্নের মধ্যে এসেছে:

১. স্ত্রীকে সংশোধন করা সম্ভবপর না হওয়া এবং দীর্ঘকাল ধরে আপনাদের দুই জনের মাঝে বিরোধ চলমান থাকা।

২. পরিবেশগত কারণে অন্য কোন নারীকে আপনি বিয়ে করতে না পারা। Wife cheating on Husband

৩. আপনার যৌন চাহিদার ডাকে আপনার স্ত্রী সাড়া না দেয়ার প্রেক্ষিতে আপনি হারামে লিপ্ত হওয়ার আশংকা করা।

তাই আপনি তাকে সর্বশেষ সুযোগ দিন এবং তার নিজেকে ও নিজের অবস্থাকে শোধরানোর জন্য একটি সময় নির্দিষ্ট করুন। যদি তার পক্ষ থেকে কোন পরিবর্তন না ঘটে তাহলে তালাক দিতে আপনি দ্বিধা করবেন না এবং হারামে লিপ্ত হওয়া থেকে সতর্ক

থাকুন। আল্লাহ্‌ শরিয়ত অনুযায়ী আপনি এখন মুহসান (বিবাহিত)। আল্লাহ্‌ না করুন হারামে লিপ্ত হলে আপনার শাস্তি পাথর নিক্ষেপে হত্যা। ইসলামে অন্যের অধিকার লঙ্ঘনকারীর ব্যাপারে অনেক হুমকি এসেছে এবং Wife cheating on Husband

ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে অনেক সতর্কবাণী এসেছে; আল্লাহ্‌ যা হারাম করেছেন। অতএব, এর থেকে সর্বোচ্চ সতর্ক থাকুন।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

Wife cheating on Husband English
Strong conflict between husband and wife, shall we advise him to divorce?
Table of Contents
Strong conflict between husband and wife, shall we advise him to divorce?
question Wife cheating on Husband


the answer
question
I am a married man. I have few children and a wife. But, I always have quarrels with my wife. I have taken the initiative to resolve my issues with him many times; But nothing happened. He is not satisfied with the divorce.

Even biologically he is not able to satisfy me. We do not traditionally allow second marriages here. Nor do people give their daughters in marriage to married men. My fear is that if I continue like this, Wife cheating on Husband

I may indulge in haram. Please inform and guide me. I hope you can advise me how I can get rid of this problem. What would be the best solution? May Allah reward you well.

Strong conflict between husband and wife, shall we advise him to divorce?
the answer
Alhamdulillah.

one:

No house is problem free. Some room problems are minor. And some room problems are complicated. He who wants to solve his problem or to solve the problem of others must know the causes of the problem;

In terms of which disputes, quarrels and quarrels arise between husband and wife, or between two friends, or between father and son or between any party.

We do not know what is the disagreement between you and your wife. So we will give you some general tips in this regard, which will be useful for you and anyone else.

Dear brother, you should find out the cause of these problems between you and your wife. Maybe you are the root and main cause of these problems. Any nature of yours which you cannot change, or your bad behavior towards your

wife, or your neglect of your wife and her children or any other reason which has no limit. So your duty is to correct your mistakes. You should remove the causes of those mistakes if they are on your part. You do not know that treating the wife well, giving importance to the wife, appreciating the work of the wife,

taking care of the children and providing the necessary things in the house etc. satisfy the wife to every husband, bring harmony between the two, spread kindness in the house.

And if the cause of the problems and disputes between you both is from your wife, then it is your duty to resolve it through wisdom and good advice. It is easiest for the husband – mainly and mostly – to make the wife submissive,

to make the dislikes of the wife desirable, the desirable things to be disliked. Because when a woman is satisfied to accept a man as her husband, she is also satisfied to live according to his choice and intention.

It is not a condition that the wife should like it beforehand or be satisfied with it. This is the normal mentality of all wives. This is why the wife is a follower of her husband. It is for this reason that it is forbidden to marry a Muslim

woman to an infidel. It is for this reason that it is ordered to choose a righteous husband. Let the husband be virtuous and religious; So that women are not negatively affected by their religion and character.

Two:

Maybe the mentality of a husband does not match with the mentality of the wife. No husband is able to treat his wife well; Nor is the wife ready to respond to the legitimate desires of her husband. If so,

this is the separation station between them. In such a situation they are nothing more than a waste of time as husband and wife and increase problems and sins.

In the light of what has come up in the question, we want to say: If the husband sees that the wife is not ready to correct herself for the husband and the husband himself is not the cause of all these problems:

then there is no other way for him but divorce. And this is the last solution! The wife is not satisfied with this solution. His satisfaction is not a condition for the divorce to take effect. We have mentioned divorce as a solution to the problems given the following reasons which have come up in your question:

It is not possible to correct the wife and there is a conflict between you two for a long time.
You cannot marry another woman due to environmental reasons.
If your wife does not respond to your sexual needs, you fear that you are committing haram.
So you give him one last chance and fix a time for him to mend himself and his condition. If there is no change on his part then do not hesitate to divorce and be careful not to indulge in haram.

You are now muhsan (married) according to Allah’s law. God forbid, if you indulge in haram, your punishment will be stoning. In Islam there are many threats against violating the rights of others

and many warnings against indulging in adultery; What Allah has forbidden. So, be very careful about it.

Allah is the giver of Tawfiq.

স্বামী স্ত্রীর মধ্যে ভালবাসা সৃষ্টির আমল|স্বামী স্ত্রীর মিল মুহাব্বত সৃষ্টির ৬ টি অব্যর্থ আমল।

স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর আমল দোয়া | shami strir moddhe bicched ghotanor uapi amol doah

স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে স্ত্রীকে সময় না দেয় তাহলে স্ত্রীর করণীয় কি? শায়খ আহমাদুল্লাহ

Posted

January 30, 2023
in

Al Quran Bangla, Alor poth, quotes islamic, আল কোরআনের বাণী, মেয়ে এবং ছেলে উভয়, মেয়েদের বিষয়, রছেলেদে বিষয়
by

Shohidul

Tags:

husband and wife, husband catches wife cheating, husband wife, husband wife romantic, wife cheating on husband


Monirul Islam

1232 Blog posts

Comments