নবুয়ত শব্দের বাংলা অর্থ লেখা হয়েছে**আল্লাহর পক্ষ থেকে ঐশী অনুপ্রেরনার মাধ্যমে অদৃশ্য বা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেওয়া। আল্লাহ তা'আলা এবং,তার সাথে সংশ্লিষ্ট বিষয়াবলি সম্পর্কে তথ্য প্রদান করা,,নবীর পদ।
প্রকাশ থাকে যে ইহা নাবা থেকে নির্গত।
৯০৮ নং পৃষ্ঠায় নবী শব্দের বাংলা অর্থ লেখা হয়েছে নবী,রাসুল আল্লাহ তা'আলা প্রেরিত পুরুষ। আল্লাহ তা'আলা ও তার বিষয়াবলী সম্পর্কে সংশ্লিষ্ট তথ্য প্রদানকারী আল্লাহর পক্ষে দেখে ঐশী অনুপ্ররনার মাধ্যমে অদৃশ্য ও ভবিষ্যতের সংবাদ দানকারী।
ইংরেজিতে নবীর নাম
ইংরেজিতে নবীকে Prophet বলে
Prophet শব্দটি Prophecy বা prophesy শব্দ থেকে এসেছে।
Prophecy শব্দটি Noun বা বিষেশ্য যার অর্থ ভবিষ্যৎদ্বানি।
Prophesy শব্দটি৷ Verb বা ক্রিয়া,,যার অর্থ হলো ভবিষ্যৎদ্বানি করা।
**সুতরাং আম্বিয়ামে কেরাম(আলাইহিমুস সালাম)হচ্ছেন গায়েবের বা অতিন্দ্রিয়
বিষয়ের সংবাদ দাতা।
আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন।
সৃষ্টির শুরু থেকেই ওনি নবী কিন্তু জন্ম সূত্রে ৪০ বছর বয়সে গিয়ে নবুয়ত পান।