Sad quotes | দুঃখজনক উক্তি ইসলামিক

মানুষ মাত্রই ভুল হয় কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন
এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করা যদি আপনার Sad quotes

Sad quotes | দুঃখজনক উক্তি ইসলামিক
মানুষ মাত্রই ভুল হয় কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন
এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করা যদি আপনার Sad quotes

নিজের কোন কন্টেন হয় তাহলে দয়া করে আমাকে মাফ করে দেবেন,ধন্যবাদ

Sad quotes
Sad quotes

Sad-quotes
আরো পড়ুন……
দাড়ি রাখা কি পুরুষদের স্বাস্থ্যের জন্য ভালো?

নামাজের দোয়া ও সূরা (বাংলা অনুবাদ,অর্থসহ আরবি)

তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করবেন

Download Official android apps
প্রতিটি দুঃখ কষ্টের সাথেই তিনটি কল্যাণ থাকে :- Sad quotes


১। যে অবস্থা এখন আছে তার চেয়েও বেশী খারাফ অবস্থা হতে পারতো ।marriage wishes


২। এই দুর্দশা আপনার দুনিয়াবী বিষয়ের উপর এবং আপনার দ্বীনের উপর নয় ।


৩। কষ্টটা এই দুনিয়াতেই হচ্ছে, আখিরাতের জীবনে নয় ।

Sad quotes


— আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)

ঘর খুলিয়া বাহির হইয়া
জ্যোৎস্না ধরতে যাই,
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই ।
— হুমায়ূন আহমেদ

কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি ।

তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাইনা, বুঝতে পারি ও পারিনা, অনুভব করতে পারি ও পারিনা, সে বড় রহস্যময় সময় ।
—- হুমায়ূন আহমেদ

মন খারাপের ইসলামিক উক্তি

১. যখন আপনি একজন ব্যক্তির কথা ভেবে নিজের মন খারাপ করার অনুমতি দেন, তখন আপনি আপনার ক্ষমতা বিলিয়ে দিচ্ছেন। Sad quotes

2 যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে,,,,,, তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই,,,,,!!!!

3 যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না,,,,,,, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন,,,,,!!!!

4 আমাদের জীবনে করা বড় ভুল কখনও কখনও আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে,,,,,,!!!!!

5 আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়,,,,,!!!!

6 পাপ ক্ষুদ্র তা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে । আর পুণ্য ক্ষুদ্র তা আমল করে নিজের আয়ত্তে আনতে হবে।
(ইমাম গাজ্জালী)Sad quotes

7 আল্লাহতালার ভয়ে যদি তুমি খারাপ কাজ ছেড়ে দাও তবে আল্লাহ তা’আলা তোমাকে উত্তম কিছু দান করবে।
(হযরত মুহাম্মদ সাঃ)

8/ পাপ লুকানোর চেষ্টা করে কেউ কোনদিন সফল হতে পারেনা।পাপের কথা স্বীকার করে, যদি কেউ পাপ ত্যাগ করার চেষ্টা করে তবেই সে সফলতা অর্জন করতে পারে (হযরত আলী রাঃ)

9/ যা অসৎ তো সে কথা কখনো মুখে এনো না। তবে তোমার সত্য কথা ও লোকে অনেক সময় মিথ্যা বলে গণ্য করবে। (হযরত আলী রাঃ)

10/ স্বাস্থ্যের থেকে বড় সম্পদ আর অল্পতে তুষ্টি থাকা এর থেকে বড় সুখ আর কিছুই হতে পারেনা।( হযরত আলী রাঃ)

11/ আপনার দুর্বলতা কে শক্তিতে পরিণত করার ক্ষমতা শুধু মাত্র আল্লাহ পাকই রাখেন। তাই আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য।( ডঃ বিলাল ফিলিস্প)

12/ যদি পৃথিবীর কেউ আপনাকে না বুঝে তবে মনে রাখবেন আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা আপনাকে ঠিকই বুঝবে। (ডঃ বিলাল ফিলিস্প)

13 মন খারাপ নিয়ে কবিতা
★ঘর খুলিয়া বাহির হইয়া,,,,,জ্যোৎস্না ধরতে যাই,,,,,,Sad quotes

দুঃখজনক উক্তি ইসলামিক
14 আমাদের বাসনায় ছিলো কিছু ভুলবোধ প্রাপ্যের পূর্ণতা তাই এতো মনে হয় নিঃস্ব করুন, তাই এতো পাওয়াকেও মনে হয় ব্যর্থতা, মনে হয় ম্লান ।
— রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

সন্ত্রাসবাদ কখনোই কোন ধর্মীয় অধিকার নয়। ইসলাম সবসময় সাধারণ মানুষ হত্যা করাকে ঘৃণা করে থাকে। তাই কেউ চাইলেই এসব হত্যা কান্ডকে ইসলামের অধীনে আনতে পারবে না। (জাকির নায়েক)

15/ যে পাপ করল সে আল্লাহকে হারালো আর যে আল্লাহকে পাইল সে পাপকে হারালো। (রাহিমাতুল্লাহ )

১6/ কখনো কখনো আল্লাতালা আমাদেরকে কষ্ট ও ভোগান্তির ভিতরে রাখেন। আর পরীক্ষা করেন আমরা যেন আল্লাহকে বিপদে স্মরণ করি এবং ধৈর্য ধারণ করি।
(ডঃ বিলাল ফিলিস্প)

১7/ দুনিয়া অর্জন নয় ,দুনিয়ার প্রতি বিমুখো তাতেই রয়েছে দেহের ও মনের প্রশান্তি।( ওমর ইবনুল খাত্তাব)

১8/ সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় ।কিন্তু তার খারাপ কাজগুলো দুনিয়ার বুকে থেকে যায়। আল্লাহ তাআলার কাছ থেকে সে ক্ষমা নিয়ে যেতে পারে না। (আবুবক্কার রাঃ)Sad quotes

১5/ যখন তুমি দেখবে নামাজে তোমার মনকে স্থির করতে পারতেছে না। তাহলে বুঝবে তোমার ঈমানের দুর্বলতা আছে। সেই দুর্বলতা কাটানোর জন্য তোমার কঠোর পরিশ্রম করতে হবে। ঈমানকে শক্ত করার জন্য।
(আল মাকদিসি রহমাতুল্লাহ)

১6/ যেখানে আল্লাহ পাক থাকতে আদেশ দিছেন সেখানে আপনার উপস্থিতি থাকবে ।আর যেখানে আল্লাহ পাক না থাকার জন্য নির্দেশ প্রদান করেছে সেখানে আপনার অনুপস্থিত থাকবেন। (আবু হাজিম)

১7/ আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি একজনের কাজ ছাড়া বসে থাকা কি পছন্দ করি না। যদি সে দুনিয়ার কোন কাজ করে থাকে তবে করুক। আর না করে থাকে আর আখিরাতেরও কোন কাজ না, করে বসে থাকে আমি ওটাকে অপছন্দ করি না। (আব্দুল্লাহ ইবনে মাসুদ)

Allah quotes for all time
18
যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরনের তলে,
না ছুঁয়ে তোমাকে ছুবো
ফেরাবো না , পোড়াবোই হিমেল অনলে ।
— হেলাল হাফিজ

19
কাটা আঙ্গুল থেকে রক্তের মত ঝরে ঝরে পড়ে ইচ্ছার নীল অক্ষমতা ।
— রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

20

২. প্রতিবার যখন আপনি কোন কিছুর জন্য মন খারাপ করেন, নিজেকে জিজ্ঞাসা করুন আপনি যদি আগামীকাল মারা যাবেন, তাহলে কি রাগ করে আপনার সময় নষ্ট করা মূল্যবান ছিল?

৩. মানুষ শুধু মন খারাপ করে না। তারা তাদের?মন খারাপে অবদান রাখে।

৪. নিজেকে মনকে দুঃখ প্রকাশ করতে দেবেন না। শান্তি রাখুন কারণ এটি ছাড়া আপনার কোন ক্ষমতা নেই।Sad quotes

৫. আপনি যদি মেঘলা জলকে স্থায়ী হতে দেন, তাহলে তা পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি আপনার মন খারাপকে স্থির করতে দেন, তাহলে আপনার পথও পরিষ্কার হয়ে যাবে।

হাত ভর্তি চান্দের আলো,,,,,ধরতে গেলে নাই,,,,!!!!

★আমাদের বাসনায় ছিলো কিছু ভুলবোধ প্রাপ্যের পূর্ণতা তাই এতো মনে হয় নিঃস্ব করুন,,,,,,, তাই এতো পাওয়াকেও মনে হয় ব্যর্থতা মনে হয় ম্লান,,,,,!!!!

★যদি যেতে চাও যাও,,,,,আমি পথ হবো চরনের তলে,,,,,

না ছুঁয়ে তোমাকে ছুবো,,,,ফেরাবো না পোড়াবোই হিমেল অনলে,,,,!!!!Sad quotes

★আসিবে তুমি জানি প্রিয়া,,,,,আনন্দে বলে বসন্ত এলো,,,,,ভুবন হলো সরসা প্রিয়-দরশা,,,,,,

মনোহর বনানতে পবন অশান্ত হলো তাই,,,,,কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিনি ঝর ঝর,,,,!!!!

★মন খারাপের দিনগুলোরও মন খারাপ থাকে,,,,,,তাইতো তারা আকাশটাকে মেঘলা করে রাখে,,,,!!!!

21
➤আব্দুল্লাহ ইবনে আমর (রা) বলেন,
রাসূলুল্লাহ (সা) বলেন,
“পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ
সন্তুষ্ট, আর পিতা-মাতার অসন্তুষ্টিতে
আল্লাহ অসন্তুষ্ট।”

[তিরমিযী, মিশকাত হা/ ৪৭১০]

22

আপনি সালাতের প্রতি উদাসীন। অথচ আপনার মৃত্যু দুই সালাতের মধ্যবর্তী যেকোন সময় হতে পারে।

“তোমরা কি মনে করো যে, (হিসাব-নিকাশ ছাড়াই) তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে?”
-সূরা কিয়ামাহ, আয়াত ৩৬ Sad quotes

“আর তাদেরকে হত্যা কর যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল। আর ফিতনা হত্যার চেয়ে কঠিনতর এবং তোমরা মাসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না,

যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে। অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তবে তাদেরকে হত্যা কর। এটাই কাফিরদের প্রতিদান।”

“তবে যদি তারা বিরত হয়, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”
|সূরা আল-বাকারাহ, ২ঃ১৯১-১৯২|


আর তোমরা নিজদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেয়ো না এবং তা বিচারকদেরকে (ঘুষ হিসেবে) প্রদান করো না। যাতে মানুষের সম্পদের কোন অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পার।
|সূরা আল-বাকারাহ, ২ঃ১৮৮|

23

সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে,

তোমরা নিজদের সাথে খিয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবূল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তা অনুসন্ধান কর। আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়।

অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ কর। আর তোমরা মাসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয়ো না। এভাবেই আল্লাহ তাঁর আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে।
|সূরা আল-বাকারাহ, ২ঃ১৮৭|


24

আমরা যারা নির্জনে, সুযোগ পেলেই গুনাহে লিপ্ত হই। যারা ইন্টারনেটের অবাধ দুনিয়ায় কোন রকম বাছবিচার না করে বিচরণ করি।


25
যারা নিজেদের কামনা বাসনার কাছে বন্দী,নফসের কাছে পরাজিত। যারা এক ক্লিকেই অশ্লীলতার জগতে হারিয়ে যাই, তাদের জন্য রীতিমত ভয়ংকর একটা হাদিসঃ
যখন রক্তসম্পর্কীয় কেউ আপনার সঙ্গে প্রতারণা করে, ভেঙে পড়বেন না। Sad quotes

মনে রাখবেন, ইউসুফ (আ.) নিজ ভাইদের দ্বারা প্রতারিত ও গভীর কূপে নিক্ষিপ্ত হয়েও জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন


26
জীবন ফুলশয্যাময় নয়। সুন্দর এ পৃথিবীতে কেউ চিরসুখী নয়। কারণ দুনিয়া প্রকৃত সুখ ও ভোগের জায়গা নয়। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে কষ্টনির্ভররূপে সৃষ্টি করেছি।


.
রাসূলুল্লাহ ﷺ বলেন, ‘আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।


.
এই কথা শুনে সাওবান (রা.) বললেন, “হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।”


.
তিনি ﷺ বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে।

আবেগাপ্লুত হওয়ার জন্য কখনো ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করো না,কারন এটাই তার প্রতীক যে তোমার একটি সুন্দর মন আছে।
— ব্রিগিটি নীকল


27
কোনো ওষুধই তা ঠিক করতে পারে না যা আনন্দ ঠিক করতে পারে না।
— গ্যাব্রিয়েল গারছিয়াস মারকাস

28
আনন্দ কোনো পূর্ব প্রস্তুত বস্ত নয়, এর উৎপত্তি নিজের কর্ম থেকে।
— ডালাই লামা

29

যা আছে তার জন্য খুশি এবং যা চাও তার জন্য উৎসাহিত থাকো।
— এলান কোহেন


30
আমার কতটুকু আছে তাতে আনন্দ নির্ভর করে না,তা নির্ভর করে আমরা কতটুকু উপভোগ করি তার উপর।
— চার্লস স্পারজিওন


31
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনকে উপভোগ করা,খুশি থাকা। শুধুমাত্র ইহাই অর্থপূর্ণ।
— অড্রে হেপবার্ন


32
নিজেকে খুশি রাখার সবচেয়ে সহজ উপায় হল অন্য কাউকে খুশি করার চেষ্টা করা।
–মার্ক টুইন।


33

জীবনে ছোট ছোট মুহূর্ত উপভোগ করার নামই সুখ।
— গোল্ডি হন


34

সুখি হওয়ার চাবিকাঠি হল এটা জানার ক্ষমতা রাখা যে জীবনে কি আকড়ে রাখতে হবে এবং কি যেতে দিতে হবে।
— ডডিন্সকাই


35
কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।” [ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ


36
মন খারাপ করো না; আগামীকাল এবং চিরকাল, আমরা একসাথে থাকব ” ~ ওয়ানউ

3৭. মন খারাপ করে আপনার স্বপ্ন ছেড়ে দেবেন না। স্বপ্ন একদিন সত্যি হবে। স্বপ্ন দেখানো ব্যক্তির মতো সুন্দর আর কেউ নেই ” ~ কিম হিম-চ্যান

3৮. মন খারাপ করে রেখো না! কারণ আল্লাহ সবচেয়ে আশাবাদী মুহূর্তে আশা পাঠান। ভুলে যাবেন না, সবচেয়ে ঘন বৃষ্টি ঘন কালো মেঘ থেকে বেরিয়ে আসে। ”

3৯. “বিদায় নিয়ে দুঃখ প্রকাশ করবেন না! কারণ অনেক বিদায়, আরও ভাল কিছু লুকিয়ে আছে! ~ মেহমেত মুরাত ইলদান

সুখ ও ভোগে গা ভাসিয়ে দেয় না। আবার দুঃখের দিনে আশাহত হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আসুন, নবীদের জীবনের সঙ্গে নিজেকে মিলিয়ে নিই।

আপনি অবরুদ্ধ, ঘর থেকে বের হতে পারছেন না। মন ভীষণ খারাপ? কত দিন ধরে? তিন মাস? চার মাস? এক বছর? আপনি কি জানেন আমাদের প্রিয় নবী (সা.)

তিন বছর পর্যন্ত শুআবে আবু তালেবে কাফিরদের দ্বারা অবরুদ্ধ-বেষ্টিত ছিলেন। একসময় খাদ্যের সংকট দেখা দেয়। এমনও হয়েছে, তিনি ক্ষুধার তাড়নায় গাছের পাতা খেয়েছেন। আপনার দুঃখ-কষ্ট কি এর চেয়েও বেশি?

যখন রক্তসম্পর্কীয় কেউ আপনার সঙ্গে প্রতারণা করে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, ইউসুফ (আ.) নিজ ভাইদের দ্বারা প্রতারিত ও গভীর কূপে নিক্ষিপ্ত হয়েও জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন।

মরীচিকা নিচে সব মায়া ।কেউ কখনো কাউকে মনে রাখে না ।মরে গেলে যখন কবরে চলে যায় দুই একদিন হয়তোবা মনে করে কান্না করে ।পরে ঠিক পৃথিবী পৃথিবীর মতোই চলতে থাকে ।

যে যতই ভালোবাসুক সব ভালোবাসা ভুলে যায় তখনই।( ইমাম শাফি রহমাতুল্লাহ)

42/ গীবত করা আল্লাহপাক নিষেধ করে দিয়েছেন ।যে গীবত করল সে তার মৃত ভাইয়ের গোশত খেলো ।(হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম)

43/ ভালো কথা বল নতুবা প্রয়োজন না থাকলে চুপ থাকো ।খারাপ কথা বলে নিজের মুখে পাপই করো না। (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম)

44/ যদি আপনি ন্যায় বিচারের বিশ্বাসী হন তাহলে আপনাকে অবশ্যই আখেরাতের কথা বিশ্বাস করতে হবে। কেননা দুনিয়াটাই শুধু ন্যায় বিচারের কারখানা নয়।
(ওস্তাদ নোমান আলী খান)

4৩. মাতা-পিতা থেকে কষ্ট পেলে মন খারাপ করবেন না। ইবরাহিম (আ.) নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন।

4৪. ঘোর বিপদে চারদিকে অন্ধকার দেখলেও হতাশ হবেন না। ইউনুস (আ.) সাগরে মাছের পেটের অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন।

4৫. আপনার বিরুদ্ধে অপবাদ ও গুজব রটলে ভেঙে পড়বেন না। আয়েশা (রা.)-এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল। আল্লাহ তাঁকে হেফাজত করেছেন।

4৬. তীব্র অসুস্থতায় হতাশ হবেন না। আইয়ুব (আ.) আপনার চেয়ে হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন। পরে তিনি সুস্থ হয়েছেন।

4৭. যখন আপনি নির্জন ও একাকিত্বে ভোগেন, ভেঙে পড়বেন না। আদম (আ.)-কে, প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল। অথচ তিনিই এ পৃথিবীকে আবাদ করেছেন।

4৮. পরিবার ও সন্তানকে সৎপথে আনার সব চেষ্টা ব্যর্থ হলেও হতাশ হবেন না। চেষ্টা চালিয়ে যান। নুহ (আ.) সাড়ে নয় শ বছর দাওয়াত দিয়ে মাত্র ৮০ জনকে হেদায়েতের পথে আনতে পেরেছিলেন। কিন্তু তিনি তো আল্লাহর কাছে প্রতিদান পাবেন।

4৯. মানুষ আপনাকে নিয়ে বিদ্রুপ করলে ভেঙে পড়বেন না। আমাদের নবীসহ যুগে যুগে সব নবীকে নিয়ে অজ্ঞ ও অবিশ্বাসীরা ব্যঙ্গ-বিদ্রুপ করেছিল, কিন্তু পরিশেষে নবীরাই সফল হয়েছেন।

5০. একের পর এক বিপদে হতাশ হবেন না। আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের বেশি বেশি পরীক্ষায় ফেলেন। নবী-রাসুলদের তিনি সর্বাধিক পরীক্ষা করেছেন। পরিশেষে তাঁদের উদ্ধার করেছিলেন।

কাজেই আসুন, আমরা আল্লাহমুখী হই, সব দুঃখ মুছে যাবে, ইনশাআল্লাহ।

“তুমি কি পথ হারিয়েছ? মন খারাপ করবেন না; খুশি থাকুন, কারণ আপনি নতুন জায়গা, জায়গাগুলি দেখতে পাবেন যেখানে আপনি কখনও যাননি!

“গোলাপের কাঁটা আছে বলে মন খারাপ করার কিছু নেই। খুশি হও যে কাঁটার মধ্যে গোলাপ আছে ” ~ লি শিশু

51মন খারাপ করবেন না আপনি যে সময়ে মন খারাপ করবেন আপনার বন্ধুরা ওই সময়ে বিভিন্ন কাজ করে এগিয়ে যাবে মন খারাপ করলে মানসিকভাবে আপনি ভেঙ্গে পড়বে এটা আপনার ভবিষ্যতের

চিন্তাভাবনার উপরে অনেক বড় খারাপ প্রভাব ফেলবে আপনি জানিয়ে মনখারাপ করতেছেন হয়তোবা ওইটা আপনার জীবনের জন্য অনেক ছোট একটা বিষয় এ বিষয়ে আল্লাহ

পাক রব্বুল আলামীন পবিত্র কোরআনে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে,
এজন্য আপনারা কেউ মন খারাপ করবেন না

আমরা মানুষ আমাদের মন খারাপ হতেই পারে কিন্তু এটার ওপরে সময় দিয়ে সামনে এগিয়ে চলা এবং মনকে প্রশান্তি দেওয়া কোনো প্রকারেই সম্ভব না এজন্য আপনাকে মন খারাপ করবেন না

মন খারাপ সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে বিভিন্ন উক্তি সেগুলো মেনে চলুন নিজের জীবনকে নিয়ে যান এক উচ্চতায়


52
আসিবে তুমি জানি প্রিয়া
আনন্দে বলে বসন্ত এলো
ভুবন হলো সরসা, প্রিয়-দরশা, মনোহর ।
বনানতে পবন অশান্ত হলো তাই
কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিনি ঝর ঝর ।
—- কাজী নজরুল ইসলাম


53
নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায় ।
— সমরেশ মজুমদার

54

বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না ।
— হুমায়ূন আহমেদ

55
যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট ।
— হুমায়ূন আহমেদ

56

আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে গ্রহন করো । উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ ।

আমাকে আর কি বেদনা দেখাবে ?
— রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

Posted

December 7, 2022
in

Al Quran Bangla, Alor poth, quotes islamic
by

Shohidul

Tags:

allah quotes, islamic status, quotes islamic, sad love quotes, Sad quotes, sad quotes about life


Monirul Islam

1232 Blog posts

Comments