Sex Video | পর্ণগ্রাফি দেখার ফলে গোসল ফরজ হয় কিনা

প্রশ্ন: গোসল কাকে বলে? কোন কোন কারণে গোসল করা ওয়াজিব হয়? গোসলের সঠিক নিয়ম কি?

Sex Video | পর্ণগ্রাফি দেখার ফলে গোসল ফরজ হয় কিনা
প্রশ্ন: গোসল কাকে বলে? কোন কোন কারণে গোসল করা ওয়াজিব হয়? গোসলের সঠিক নিয়ম কি?

গোসল ফরয হওয়া অবস্থায় নিষিদ্ধ কাজ সমূহ কি কি? Sex Video
▬▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬▬
উত্তর: গোসল এর আভিধানিক অর্থ-ধৌত করা।পারিভাষিক অর্থ- ইবাদতের উদ্দেশ্যে, নির্দিষ্ট নিয়মে, পবিত্র পানি দ্বারা সর্ব শরীর ধৌত করার নাম গোসল।

Downloaad Video
(ফিকহুল মুয়াস্সার, মুজাম্মা মালিক ফাহ্দ, পৃঃ ২৮) গোসল সাধারণত দু’প্রকার। যথা:

▪️(১) ফরয: ঐ গোসলকে বলা হয়, যা করা অপরিহার্য। Sex Video বালেগ বয়সে নাপাক হ’লে গোসল ফরয হয়।

যেমন- আল্লাহ বলেন, وَ إِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ‘যদি তোমরা নাপাক হয়ে থাক, তবে গোসল কর।’ (মায়েদাহ ৬)।

▪️(২) মুস্তাহাব: ঐ গোসলকে বলা হয়, যা অপরিহার্য নয়। কিন্তু করলে নেকী আছে। যেমন- জুম‘আর দিনে বা দুই ঈদের দিনে গোসল করা।

সাধারণ গোসলের পূর্বে ওযু করা স্বাস্থ্যের জন্য উপকারী। সাইয়িদ সাবিক্ব একে ‘মানদূব’ (পছন্দনীয়) বলেছেন। (ফিক্বহুস সুন্নাহ ১/৪১)

Sex Video

গোসলের পরিচয়:

গোসল আরবী শব্দ। অভিধানে গােসলের অর্থ হচ্ছে সমগ্র দেহ ধুয়ে নেয়।

ফিকহের পরিভাষায় এর অর্থ হচ্ছে ইসলামী শরীয়তের নির্দেশানুযায়ী নাপাকী দূরীভূত করার উদ্দেশ্যে বা সওয়াবের নিয়তে সমগ্র দেহ পানি দ্বারা ধুয়ে নেয়া করা।হায়েয। Sex Video

গোসল প্রসঙ্গে সাতটি হেদায়াত:

১. গােসলখানায় বা খােলা স্থানে গােসল করতে হলে লুঙ্গি, নেকাব বা অন্য কাপড় পরিধান করে গোসল করতে হবে।

২. সব সময় পর্দা করা স্থানে গােসল করতে হয় যাতে করে পর পুরুষ বা পর নারী দেখতে না পারে।

অনুরূপ স্থান না হলে লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করতে হবে যদি বাঁধারও কিছু না থাকে তখন আঙ্গুল দিয়ে চারদিকে রেখা টেনে বিসমিল্লাহ বলে বসে বসে গােসল করবে।

৩. মহিলাদের সর্বদা বসে গোসল করা অত্যাবশ্যক। পুরুষ যদি উলংগ হয় তখন বসে বসেই গােসল করবে। কিন্তু লুঙ্গি ইত্যাদি পরিধান করে দাড়িয়ে গােসল করতে বাধা নেই।


৪. গােসল করার সময় আলাপ-আলোচনা করা অনুচিত। বিশেষ প্রয়ােজন হলে স্বতন্ত্র কথা।

৫. উলঙ্গ অবস্থায় গোসল করার সময় কিবলামুখী হওয়া যাবে না।

৬. পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে সব সময় গোসল করলে। গোসলের স্থানে
| পেশাব ইত্যাদি করা থেকেও বিরত থাকা উচিত। Sex Video


৭, অযুতে যেসব বস্তু মাকরূহ তা সবই গােসলেও মাকরূহ। এসব থেকে
বিরত থাকতে হবে। গোসলের সময় অযুর দোয়া পাঠ করা মাকরূহ।

গোসলের সুন্নত পদ্ধতি:

সুন্নাতী গােসলের নিয়ম এটাই যে, ডান হাতে পানি নিয়ে দু’ হাত কজি পর্যন্ত ধুয়ে।


এরপর ইস্তিঞ্জা করবে তা ইস্তিঞ্জার স্থানে কোন নাসাত থাক অথবা না থাক। এরপর শরীরে কোথাও নাযাত লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে। এরপর সাবান দিয়ে দু’হাত ভাল করে ধুয়ে অনু করবে।

কুলি করার সময় গলায় এবং নাকের ভেতর ভাল করে পানি পৌঁছাতে হবে। গোসলের স্থানে পানি জমা হয়ে থাকলে গোসলের পর পা ধুয়ে নিবে।

গোসল যদি ফরয হয় তখন অযুতে বিসমিল্লাহ ব্যতীত অন্য কোন দোয়া পাঠ করবে না।

অযুর পর মাথায় পানি ঢালবে, এরপর ডান কাঁধের উপর, এরপর বাম কাধের উপর। সমগ্র দেহ ভালভাবে ঘষতে হবে। সাবান দিয়ে হােক বা খালি হাতেই হােক, যেন কোন স্থান শুকনা না থাকে, আর সমস্ত দেহ যেন ভালভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়।

এরপর দু’বার এভাবে সমগ্র দেহে ভালভাবে পানি ঢালতে হবে যেন কোন স্থান শুকনা থাকার সম্ভাবনা না থাকে। অযুর সময় পা ধুয়ে না থাকলে, এখন পা ধুয়ে নিতে হবে।

এরপর সমগ্র দেহ কোন কাপড় বা গামছা তােয়ালে দিয়ে ভাল করে মুছে নিতে হবে।

Sex Video

Question: What is a bath called? Is bathing obligatory for any reason?

What is the correct rule of bathing? What are the prohibited acts while bathing is obligatory?
▬▬▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬▬
Answer: The literal meaning of Gosal is to wash. The term meaning is to wash the whole body with holy water for the purpose of worship, according to certain rules.

(Fiqhul Muassar, Mujamma Malik Fahd, p. 28) Ghusl is generally of two types. Namely:

▪️(1) Faraj: That bath is called, which is obligatory. If you become impure at the age of puberty, a bath is obligatory. For example, Allah says, وَ إِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ‘If you are impure, then take a bath.’ (Mayadah 6).

▪️(2) Mustahab: It is called the ghusl, which is not essential. But doing it is good. For example, taking a bath on Friday or two Eid days. Performing ablution before a normal bath Sex Video is beneficial for health.

Sayyid Sabiq calls it ‘mandub’ (favorable). (Fiqhus Sunnah 1/41)

Bath Introduction:

Bath is the Arabic word. The meaning of gasal in the dictionary is to wash the whole body. In terms of fiqh,

it means to wash the whole body with water for the purpose of removing impurity or for the purpose of reward according to the instructions of Islamic law. Menstruation.

Seven instructions regarding bathing:

If you want to take a shower in the bathroom or in an open place, you should wear a lungi, niqab or other clothes.
Ghusl should always be done in a veiled place so that neither man nor woman can see. If there is no similar place, one should tie a lungi etc. and take a bath.
If there is nothing to tie, then draw a line with the fingers and say Bismillah while sitting and take a bath.
It is imperative that women always take a bath sitting down. If a man is naked, he should take a bath while sitting. But wearing a lungi etc. is not prohibited to take ghusl while standing.
It is inappropriate to talk while taking ghusl. If there is a special need, it is a separate matter.
One should not face the Qibla while taking a bath while naked.
Always take a bath in a clean place. In the bathroom
| Urination should also be avoided.
All the things that are makruh in ablution are makruh even if they are washed. From these
Must refrain. It is makruh to recite the ablution prayer while taking a bath.
Sunnah Method of Bathing:

The rule of Sunnati Ghasal is to wash both hands up to the palms with water in the right hand. After that he will perform Istinja whether there is no Nasat in the place of Istinja or not.

After that, if there is nazaat anywhere on the body, it should be cleaned. Then wash both hands well with soap. Water should reach the throat and nose well while rinsing.

If there is water in the place of bathing, wash the feet after bathing.

If ghusl is obligatory then do not recite any dua except Bismillah during ablution. After ablution, pour water on the head, then on the right shoulder, Sex Video then on the left shoulder.

The whole body should be rubbed well. Wash with soap or with bare hands, so that no place is dry, and the whole body is thoroughly cleansed.

Then water should be poured over the entire body twice in this way so that there is no possibility of any place remaining dry. If feet were not washed during ablution,

feet should be washed now. After that, the whole body should be wiped well with a cloth or towel.

Posted

December 7, 2022
in

Health, News, Tips and tracks, আল কোরআনের বাণী
by

Shohidul

Tags:

Bangla islamic video, Sex Video, ওয়াজ, গোসল ফরজ, গোসল সম্পর্কে, পর্ণগ্রাফি


Monirul Islam

1232 Blog posts

Comments