Saddle / জিনগত ত্রুটিতে আক্রান্ত নারীর বিবাহ বন্ধনে
জিনগত ত্রুটিতে আক্রান্ত নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং বিকলাঙ্গ সন্তান প্রসবের আশংকায় গর্ভ-নিরোধ করার বিধান
প্রশ্ন
উত্তর
প্রশ্ন
জনৈক নারী শারীরিক বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছেন। হতে পারে এটি জিনগত ত্রুটি থেকে। তিনি জিনগত টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছেন, saddle
যাতে করে রোগের প্রকৃতি জানা যায় এবং এটি বংশগতভাবে সন্তানদের মাঝে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানা যায়। এ ত্রুটি তাকে অন্যান্য রোগে আক্রান্ত করবে কিনা সে জন্যেও আগাম রোগ-নির্ণয় করা দরকার।
তাই এই টেস্ট করার বিধান কী? যদি জিনগত ত্রুটি পাওয়া যায় সেক্ষেত্রে এ নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ও গর্ভধারণ করার বিধান কী? উল্লেখ্য, এটি বংশগতভাবে সংক্রমিত হওয়ার বিষয়টি সুনিশ্চিত নয়।
কিন্তু, আল্লাহ্ যদি বংশগতভাবে শিশুর সংক্রমিত হওয়া তাকদীরে রাখেন সেক্ষেত্রে শিশু বড় ধরণের বিকৃতির শিকার হবে। যার ফলে বুদ্ধিগত কিংবা শারীরিক প্রতিবন্ধিতাও ঘটতে পারে?
Saddle
More post
Saddle
তাই বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া কিংবা গর্ভধারণ না করা কি যথাযথ পদক্ষেপ? বিয়ের প্রস্তাব-দাতাকে কি এই শারীরিক বিকৃতির বিষয়টি জানাতে হবে? saddle
‘বংশগতভাবে এ রোগ সন্তানদের মাঝে সংক্রমিত হতে পারে’ মর্মে পাত্রপক্ষকে বিষয়টি জানানোর বিধান কী?
words from saddle
জিনগত ত্রুটিতে আক্রান্ত নারীর বিবাহ
উত্তর
আলহামদুলিল্লাহ।
এক:
রোগের প্রকৃতি জানার জন্য এবং এটি বংশগতভাবে সংক্রমিত হওয়া কিংবা অন্য কোন রোগ সৃষ্টি করার সম্ভাবনা কতটুকু তা জানার জন্য জেনেটিক-টেস্ট করতে কোন আপত্তি নেই।
যেহেতু এতে রয়েছে কল্যাণ লাভ করা, ক্ষতি দূর করা এবং চিকিৎসা গ্রহণ করা; যা গ্রহণ করা শরিয়ত অনুমোদিত।
দুই:
ধরে নিই, জিনগত ত্রুটি ধরা পড়ল সেক্ষেত্রেও এ নারীর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েয। এমনকি যদি বংশগতভাবে রোগটি সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে তা সত্ত্বেও।
তবে, শর্ত হচ্ছে পাত্রকে রোগের বিষয়ে অবহিত করতে হবে।
বিয়ে জায়েয হওয়ার বিষয়টি এ দিক থেকে: বিয়ের মূল বিধান হচ্ছে– বৈধ হওয়া ও বিয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করা;
যাতে করে বিয়ের মাধ্যমে চারিত্রিক পবিত্রতা, মানসিক প্রশান্তি ও ভালবাসা অর্জিত হয়।
আর গর্ভধারণ বৈধ হওয়ার বিধান এ দিক থেকে: যেহেতু বিয়ের গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হচ্ছে– গর্ভধারণ। সন্তানের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটি এ উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক নয়। যেহেতু সেটা আল্লাহ্র জ্ঞানে রয়েছে।
হতে পারে সম্পূর্ণ সুস্থ সন্তান জন্মগ্রহণ করবে। তবে, যদি প্রবল ধারণা অনুযায়ী সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে স্বামী-স্ত্রী সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত নিতে পারেন এবং ভ্রূণের বিকলাঙ্গতা সাব্যস্ত হলে তারা ভ্রূণ নষ্টও করে ফেলতে পারেন;
তবে শর্ত হচ্ছে রূহ আসার আগেই তা করতে হবে। অর্থাৎ গর্ভধারণের বয়স ১২০ দিন হওয়ার আগে করতে হবে।
শাইখ বিন বায (রহঃ) কে জিজ্ঞেস করা হয়: আমি একজন মুসলিম নারী। আলহামদু লিল্লাহ্ আমি ফরয আমলগুলো পালন করি; যেসব আমল আমার প্রতিপালক আমার উপর ফরয করেছেন;
যেমন- নামায, রোযা, যাকাত। কিন্তু, আমি গর্ভধারণ স্থগিত করেছিলাম। যে সময়ে আমার স্বামী যক্ষ্মারোগে আক্রান্ত হয়েছিলেন সে সময়। এটা প্রায় দশ বছর সময়কাল হবে। এরপর আমার মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
আমার এই কর্মের মাঝে এমন কিছু আছে কি যাতে করে আল্লাহ্ আমার উপর নারাজ হবেন? কারণ আমার সন্তানেরা হেমিপেরেসিসে আক্রান্ত হত। তাদের মধ্যে কেউ মারা যেত।
কেউ বেঁচে থাকলেও এই রোগে ভুগত। দয়া করে, আমাদেরকে অবগত করবেন আল্লাহ্ আপনাদেরকে অবগত করুন।
তিনি জবাব দেন: saddle
যদি আপনি স্বামীর সন্তুষ্টি সাপেক্ষে গর্ভনিরোধ করে থাকেন তাহলে এতে কোন গুনাহ হয়নি। যদি আপনি স্বামীর সন্তুষ্টি বা সম্মতি সাপেক্ষে করে থাকেন তাহলে আমরা আশা করছি আপনার কোন গুনাহ হয়নি।
আর যদি আপনি স্বামীর অসন্তুষ্টি বা অজান্তে করে থাকেন তাহলে আপনার কর্তব্য হচ্ছে তাওবা করা, ইস্তিগফার করা এবং কৃত কর্মের জন্য অনুতপ্ত হওয়া। আলহামদু লিল্লাহ্।
[সমাপ্ত; ফাতাওয়া নুরুন আলাদ দারব (২১/৪২১)]
বিয়ের প্রস্তাব-দাতাকে এই ত্রুটির কথা জানানো আবশ্যক।
কেননা অগ্রগণ্য মতানুযায়ী যা কিছু দাম্পত্য জীবনের উপর কিংবা সন্তান-ধারণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে কিংবা স্বামী-স্ত্রীর একজনকে অপরজন থেকে দূরে রাখে এগুলো এমন ত্রুটি যা অবহিত করা আবশ্যক।
যদি পাত্র রোগের ব্যাপারে জানার পর বিয়েতে সম্মত হয় তখন যে ধরণের রোগ-ই হোক না কেন তাতে কোন দোষ নেই।
আমরা আল্লাহ্র কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের বোনকে সুস্থ করে দেন, নিরাময় দান করেন, নেক স্বামী ও নেককার সন্তানসন্ততি দান করেন।
আল্লাহ্ই সর্বজ্ঞ।
Provisions against marriage of women with genetic defects and contraception for fear of giving birth to a disabled child
Table of Contents
Provisions against marriage of women with genetic defects and contraception for fear of giving birth to a disabled child
question
the answer
question
A woman is born with a physical deformity. Maybe it’s from a genetic defect. He decided to undergo a genetic test to determine the nature of the disease and whether it is likely to be passed on to offspring. It is also necessary to diagnose in advance whether this defect will affect him or not. So what is the provision of this test? If a genetic defect is found, what is the provision for this
woman to get married and get pregnant? Note that it is not certain that it is hereditary. But, if Allah has genetically predestined the child to be infected, then the child will be severely deformed. Which can cause intellectual or physical disabilities? So not getting married
or getting pregnant is the right thing to do? Should the proposer of marriage be informed of this physical deformity? What is the provision of informing the spouse that ‘this disease can be transmitted to children’?
Marriage of women with genetic defects
the answer
Alhamdulillah.
one:
There is no objection to genetic-testing to find out the nature of the disease and how likely it is to be inherited or cause another disease. As it includes obtaining welfare, removing harm and receiving treatment; Acceptance of which is Shariah permissible.
Two:
Assuming a genetic defect is detected, it is permissible for this woman to marry. Even if the disease is likely to be passed down through heredity. However, the condition is that the patient must be informed about the disease.
The matter of marriage being valid is from this point of view: The main provisions of marriage are – to be valid and to encourage marriage; So that character purity,
mental tranquility and love are achieved through marriage.
And the provision of legalization of pregnancy is from this point of view: Since one important purpose of marriage is – conception. The possibility of the child becoming ill is not inconsistent with this objective. Because it is in the knowledge of Allah. A healthy baby may be born.
However, if there is a strong belief that the child is likely to be malformed, the spouses may decide not to adopt the child, and if the malformation of the fetus is known,
they may destroy the fetus; But the condition is that it must be done before the spirit comes. That is, it should be done before the age of conception is 120 days.
Shaykh Bin Baz (RA) was asked: I am a Muslim woman. Alhamdulillah I perform the obligatory acts; The deeds which my Lord has enjoined upon me; For example, prayer, fasting, zakat. But, I postponed the pregnancy. Around the time my husband was diagnosed with tuberculosis.
It will last about ten years. Then my period stopped permanently. Is there anything in my actions that will make Allah angry with me?
Because my children were suffering from hemiparesis. Some of them would have died. Even if someone survives, they suffer from this disease. Please inform us may Allah inform you.
He replied:
There is no sin if you have done the contraception subject to the consent of the husband. If you have done it with your husband’s pleasure or consent then we hope you have committed no sin. And if you have displeased your husband or done it unknowingly, then your duty is to repent,
seek forgiveness and repent for what you have done. Alhamdu Lillah. [Ended; Fatawa Nurun Alaad Darab (21/421)]
The proposer must be informed of this error. Because according to the leading opinion anything that has a negative impact on marital life or childbearing or alienates one spouse from the other is a defect that must be reported.
If the husband agrees to the marriage after knowing about the disease, then there is no fault in any kind of disease.
We pray to Allah to heal our sister, to give her a good husband and good children.
Allah is All-Knowing.
Posted
October 15, 2022
in
আল কোরআনের বাণী, মেয়ে এবং ছেলে উভয়, মেয়েদের বিষয়
by
Shohidul
Tags:
Quran Tilawat, saddle, আলোর পথ