#মিনি

ছোট থেকে বড় হওয়ার মাঝে ৪ টা বিড়াল পালতে পালতে বড় হওয়া।

বিড়াল মানে আমার প্রথম মিনি,মিনিকে নিয়ে কতশত গল্প রয়েছে গল্পের ঝুড়িতে

প্রথম মিনি ছিলি আমার রুপা আপুর পালিত আমিও আদর করতাম 

মিনি একটু দুষ্টু ছিলো এদিক ওদিক ঘুরাঘুরি করতো,,আমাদের পাশের বাড়ির লোকদের খাবার গিয়ে খেয়ে ফেলতো,,ওই পাশের বাড়ির মেনেজার আমার ছোট দুবোনকে মজার লোভ দেখিয়ে মিনিকে বস্তায় ভরে অনেক দূর ফেলে আসে,,সারাদিন মিনিকে আর পাই না,,পরের দিন মিনি আসে,,,লোকটা ও হতভাগ হয়ে স্বীকার করে ওনি আমাদের বোনদের দিয়ে মিনিকে বস্তা বন্দী করে ফালায় দেই,কিন্তু এতো দূর ফালানোর পর কিভাবে বাড়ি চিনে চলে আসলো,আমাদের প্রতি ওর কত আস্থা,, ৪/৫ বছর থাকার পর মিনি মারা যায়,, এর মাঝে মিনি অনেবার বাচ্চা দেয়।মিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ওর তখনই ওর একটা বাচ্চা পালা শুরু করলাম,,,মিনি মুখে রক্ত বের হয়ে মারা যায়।

তারপর মিনির বাচ্চা টা পালি বড় হয়ে বেশি দিন বাঁচেনি ও মিনির মত মারা যায় মুখে রক্ত এসে।

তারপর অনেক দিন বিড়াল বিহীন বাড়ি,,আমার দাদা বাড়ি আর আমার নানা বাড়ি ১ মিনিটের ব্যবধান,যাতায়াতের পথে একটা বিড়াল দেখতাম একজন খালা পালতো,,আমি রোজ জোর করে নিয়ে আসতাম পোষ মানানোর জন্য কিন্তু বিড়ালটা চলে যেতো।

আমার চোখের সামনে বিড়ালটা বড় হচ্ছে,,, হঠাৎ একদিন বিড়ালের পালিত ব্যক্তি মারা যায়। তারপর দেখি বিড়ালটা আমাদের বাড়ি যাতায়াত করে পরে ওকে ও আগের বিড়ালটার নামে ডাকতে শুরু করি মিনি বলে,,এভাবে আসা যাওয়া করত করতে মিনি পারমানেন্ট ভাবে থাকতে শুরু করলো,, ওকে নিয়ে বাড়ি. মাতায়,,ওর ও অনেক বাচ্চা হয় আমাদের বাড়ি ৬/৭ বছর ও আমাদের বাড়ি থাকে,,

পড়ে ওর বাচ্চা আমি পালতে থাকি বাচ্চা একটু বড় হলে চলে যেত এ মিনির ঘরে একটা ছেলে বাচ্চা হয় ওর নাম দেই সনু কিন্তু তখন আমার বাবা একটু অসুস্থ ওনি  সনুকে কাকে যেনো দিয়ে দেই, তারপর ওর আর কোনো ছেলে হয়নি মেয়েই হয় সব আমি তারপর ২ টা মেয়ে বিড়াল পালি এর মাঝে মিনি একদিন মারা যায়।তারপর ওর ২ মেয়ে নিয়ে,আমার ঘর সাজানো হঠাৎ শুশুর বাড়ি যাওয়াতে ২ বিড়ালকে বাড়ি রেখে যায় সকালে শুনি একটা বিড়াল মারা গেছে,, তখন আর কি পরে এ বিড়ালকেও মিনি ডাকা শুরু করি,,মিনি বড় হলো আমার আফসোস ও বাড়লো অল্প বয়সে বাচ্চা প্রসব করে মিনি মারা যায়, ১২ দিনের বাচ্চা রেখে আমি তারপর ১৫ দিনের মত ওদের টিকিয়ে রাখি কিন্তু তারপর ২ টা বাচ্চা ৭ দিনের ব্যবধানে মারা যায় আমার মন টাও খারাপ হয়ে যায় 

তিনটা মিনি পাললাম আমার ৩ জনই হারিয়ে গেলো আসে পাশে কত শত বিড়াল কিন্তু আমার মিনি নেই,

হঠাৎ বৃষ্টিতে একটা বিড়ালের ম্যাও ম্যাও কোথায়রে তুই ম্যাও ম্যাও করিস,,একটু পর ছোট ভাইয়া নিয়ে আসলো এক ছোট ছানা দেখি মনে হয় ছেলে 

ছেলে মেয়ে না দেখে ওর নাম রাখলাম মিকি,,এখন  দেখি ও ছেলে তাতে কি আমি ওকে মিকি বলেই ডাকবো।

আজ ওকে নিয়ে আমার কত খুনসুটি ??

বিড়ালকে কখনো লাথি ঝাটা কোনো ভাবেই মারধর করবেন না।কারন বিড়াল অল্পতেই পোষ মানে,,, বাহিরের বিড়াল আশে পাশে আসলে ওদের একটু খেতে দিবেন।দেখবেন প্রতি দিন একবার এসে চুপচাপ বসে থাকবে,,আর জঙ্গলের বিড়াল তো অন্য রকম ও তো আর আপনর বাড়ি আসবে না।


Akhi Akter Mim

313 Blog des postes

commentaires