সহিহ বুখারী | অধ্যায়ঃ ইলম | হাদিস নাম্বারঃ 71
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعْتُ مُعَاوِيَةَ، خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ “ مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي، وَلَنْ تَزَالَ هَذِهِ الأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ
হুমায়দ ইব্নু ‘আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেনঃ আমি মু’আবিয়াহ (রাঃ)-কে খুৎবায় বলতে শুনেছি, তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ‘ইল্ম দান করেন। আমি তো বিতরণকারী মাত্র, আল্লাহই (জ্ঞান) দাতা। সর্বদাই এ উম্মাত কিয়ামাত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর কায়িম থাকবে, বিরোধিতাকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না।
(৩১১৬, ৩৬৪১,৭৩১২, ৭৪৬০; মুসলিম ১২/৩৩ হাঃ ১০৩৭, আহমাদ ১৬৮৪৯, ১৬৮৭৮, ১৬৯১০) (আধুনিক প্রকাশনীঃ ৭১, ইসলামী ফাউন্ডেশনঃ ৭১)
সহিহ বুখারী, হাদিস নং ৭১
হাদিসের মান: সহিহ হাদিস
……………………………
Narrated by Humaid Ibn Abdur Rahman:
He said: I have heard Mu’awiyah (R) say in the sermon, he said, I have heard the Prophet (sallallaahu ‘alayhi wa sallam) say, Allah gives the knowledge of religion to whomever He wills. I am only a distributor, and Allah is the bestower. This Ummah will always abide by the command of Allah till the Day of Resurrection, and those who oppose it will not be able to harm them.
(3118, 3641, 8312, 8460; Muslim 12/33 H. 1038, Ahmad 1849, 18, 18910) (Modern Publications: 61, Islamic Foundation: 61)
Sahih Bukhari, Hadith No. 71
Value of Hadith: Sahih Hadith
Posted
April 24, 2022
in
আল কোরআনের বাণী
by
Shohidul
Tags:
shohi bokhari