লোকাল এসইও কেন গুরুত্বপূর্ণ?
যদি আমরা এসইও এর কথা চিন্তা করি, তাহলে বলতে হয় এসইও একটি বিস্তর কার্যক্রম যার দ্বারা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক পাওয়া সম্ভব। এসইও করার সময় আপনার কিছু কিওয়ার্ড এর জন্য সার্চ ইঞ্জিনে রাঙ্ক পাবার চেষ্টা করি এবং র্যাঙ্ক পেয়ে থাকি। কিন্তু শুধুমাত্র সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক পাওয়া ছাড়াও আমাদের স্থানীয় কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যা করতে পারি তা হল, লোকাল এসইওতে ভালো করা। একবার কল্পনা করে দেখুন তো, আপনি আপনার কয়েকজন বন্ধু মিলে কক্সবাজার এ ঘুরতে গেছেন। কিন্তু আপনার তেমন কোন পরিচিত হোটেল পরিচিত নেই, এই অবস্থায় আপনার করনীয় কি হতে পারে? আপনি নিশ্চয়ই গুগল সার্চ করবেন আপানর আসে পাসে ভালো হোটেল এর খোঁজ করার জন্য তারপর GMB (Google My Business) তে জেই হোটেল এর ভালো রেটিং দেখবেন সেখানে থাকার সিদ্ধান্ত নিবেন। বর্তমানে এইটা একপ্রকার সাধারণ নিয়ম, মূলত এভাবেই আমরা আমাদের প্রয়োজনীয় সামগ্রী অনুসন্ধান করে থাকি।
লোকাল এসইও আপনার বিজনেসের প্রসার করার পাশাপাশি আপনার বিজনেসের সুনাম বৃদ্ধিতেও কাজ করে থাকে, উদাহরণস্বরূপ বলা যায় GMB রেটিং সিস্টেম। GMB তে ভালো রেটিং দেখে সহজেই বিজনেসের ধরন অনুমান করা যায়। যত দিন যাচ্ছে তত এই রেটিং সিস্টেম এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, এখন সবমিলিয়ে আমরা লোকাল এসইও এর গুরুত্ব অনুমান করতেই পারি।