লোকাল এসইও এর মুল বিষয়বস্তু

Comments · 18 Views

লোকাল এসইও এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করা হল, আশাকরি এই বিষয়গুলো জানা থাকলে আপনি আপনার

Google My Business (GMB)

Google My Business (GMB) একটি গুগল এর ফ্রি টুলস যা আপনাকে Google Map এ আপনার বিজনেসের তালিকা যোগ করতে দেয়। একটি ভালো অপ্টিমাইজড GMB প্রোফাইল আপনার বিজনেসের অনুসন্ধানমুলক সার্চ এ দৃশ্যমানতা বৃদ্ধি করতে থাকে। 

 

GMB প্রোফাইল তৈরি এবং অপ্টিমাইজ করার জন্য সর্বপ্রথমে আপনার Google Map এ আপনার বিজনেস তালিকাভুক্ত করতে হবে। তালিকাভুক্ত করার পর প্রয়োজনীয় তথ্য যোগ করে এবং বিজনেস এর ধরন অনুযায়ী বিভাগ নির্বাচন করতে হবে এবং নিয়মিত প্রোফাইল আপডেট রাখতে হবে। এছাড়াও GMB তে ভালো করার জন্য আপনার বিজনেস এর নাম, ঠিকানা এবং ফোন নাম্বার (NAP) এবং কাজের সময় সঠিকভাবে যুক্ত করতে হবে। এছাড়াও ভালো ভালো কিছু ছবি অ্যাড করার পাশাপাশি নিয়মিত রিভিউ গুলোতে রেস্পন্স করার মাধ্যমে ভিজিটরদের সাথে যুক্ত থাকতে হবে!

কিভাবে Google My Business অপ্টিমাইজড করবেন?

Google My Business প্রোফাইল অপ্টিমাইজড করার ধারাবাহিক কিছু নিয়ম তুলে ধরা হল:

 

GMB তে প্রোফাইল তালিকাভুক্ত করা

GMB তে প্রোফাইল তালিকাভুক্ত করার জন্য প্রথমে আপনার অনুসন্ধান করতে হবে যে আপনার বিজনেস এর নামে কোন প্রোফাইল আছে কি না। যদি না থাকে তো প্রয়োজনীয় তথ্য (NAP) দিয়ে প্রোফাইল তৈরি করে নিতে হবে। আর যদি আপনার বিজেস এর নামে কোন প্রোফাইল থাকে তো আপনি প্রয়োজনীয় তথ্য দিয়ে তার মালিকানা যাচাই করে নিতে পারবেন।

GMB প্রোফাইল অপ্টিমাইজ করা 

প্রোফাইল তৈরি করা শেষে আপানর কাজ হবে তা অপ্টিমাইজ করা। GMB প্রোফাইল অপ্টিমাইজ করার জন্য আপনার বিজনেস রিলেটেড বিভাগ নির্বাচন হয়েছে কি না তা নিস্তিচ করবে হবে। এরপর আপনার বিজনেস রিলেটেড কিওয়ার্ড দ্বারা আপনার বিজনেস এর বিবরণ দিতে হবে। এর পাশাপাশি ইমেজ এসইও করে, সেইসব ইমেজ GNB প্রোফাইল এ ব্যবহার করতে হবে এবং প্রতিনিয়ত আপডেট রাখতে হবে। 

GMB এর ফিচারগুলো ব্যবহার করা 

GNB তে বেশকিছু ফিচার রয়েছে যার মধ্যে অন্যতম পোস্ট, প্রশ্নোত্তর, মেসেজিং, প্রোডাক্ট ক্যাটালগ, ভিডিও এবং ছবির ব্যবহার। এই সকল ফিচার নিয়মিত অপ্টিমাইজ এবং আপডেট করতে হবে। 

GMB রিভিউগুলতে রেস্পস করা

GNB তে আপনি আপনার কাস্টমারদের থেকে অনেক ইতিবাচক এবং নেতিবাচক রিভিউ পাবেন যা নিয়মিত রেস্পন্সে করতে হবে। নিয়মিত রেসপন্স করার ফলে আপানর প্রোফাইল সার্চ ইঞ্জিন গুরুত্ব দিবে এবং প্রোফাইল এর ভিজিবিলিটি বৃদ্ধি পাবে। 

লোকাল সাইটেশন

ডিরেক্টরি ওয়েবসাইট এবং সামাজিক প্ল্যাটফর্মগুলিতে আপনার বিজনেস এর NAP প্রদান করে বা প্রোফাইল করাকে বলা হয় লোকাল সাইটেশন। কিছু জনপ্রিয় লোকাল সাইটেশন এর মধ্যে অন্যতম Yelp, TripAdvisor। লোকাল সাইটেশন এর মাধ্যমে আপনার বিজনেস এর দৃশ্যমানতা বৃদ্ধি পাবে এবং গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে। লোকাল সাইটেশন লোকাল এসইওতে বড় ভূমিকা পালন করে থাকে, তবে একেক প্লাটফর্ম এ একেক তথ্য (NAP) প্রদান করার ফলে সার্চ ইঞ্জিন বিভ্রান্ত হতে পারে যা অভারল এসইও এর জন্য নেতিবাচক। 

কিভাবে লোকাল সাইটেশন করবেন?

লোকাল সাইটেশনের কিছু সাধারণ নিয়ম এবং সোর্স শেয়ার করা হল: 

 

NAP এর সামঞ্জস্যতায় খেয়াল রাখা

NAP এর সামঞ্জস্যতা বলতে সমস্ত সাইটেশনের প্ল্যাটফর্মে আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নম্বর এর অভিন্নতা রাখা। একেক প্লাটফর্ম এ একেক রকমের তথ্য দেওয়া থাকলে তা সার্চ ইঞ্জিনকে বিভ্রান্ত করার পাশাপাশি তা লোকাল এসইওতে ব্যাড ইমপ্যাক্ট ফেলবে। 

 

সাইটেশন বিল্ডিং এবং ম্যানেজিং করা 

আপানর বিজনেস এর সাথে সামঞ্জস্য রেখে সবরকম ডিরেক্টরিতে আপানর বিজনেস প্রোফাইল তৈরি করে নিন। একাধিক প্লাটফর্ম এ আপনার সাইটেশন ম্যানেজ করতে Moz Local, BrightLocal,বা Yext এর মতো টুলস ব্যবহার করতে পারেন। 

জনপ্রিয় সাইটেশন সোর্স :

GMB ছাড়াও জনপ্রিয় কিছু ডিরেক্টরির মধ্যে অন্যতম Yelp, TripAdvisor, Yellow Pages এর মতো সাইটগুলো। এইসব সাইটে আপনার বিজনেস এর তালিকা তৈরি করতে পারেন এবং অবশ্যই তা নিয়মিত আপডেট রাখার বিষয়টি নিশ্চিত করবেন। 

Comments
Read more