মা হওয়ার স্বপ্ন

একটা মেয়ের জীবন স্বার্থক হয় যখন সে মা হয়,,।।

আমি মীম ছোট থেকেই বাচ্চাদের আদর করত ভালোবাসি।।আশে পাশের কত বাচ্চা কোলে নিয়ে আদর করেছি হিসাব নেই,,আমার একটায় আফসোস আমার বোন আমার থেকে ২ বছরের ছোট তাই আমি বড় হওয়ার পাশাপাশি খেয়াল করলাম ও আমার সাথেই বড় হলো আমি ওকে কোলে নিতে পারিনি।আমি আম্মুকে বলতাম আর একটা ভাই বোন দেও আমি কোলে নিবো কিন্তু না আমরা দু বোনই রয়ে গেলাম,,,তারপর একদিন আমার চাচীর মেয়ে হয় সুমাইয়া তখন তো ওর নাম দেওয়া হয়নি মধ্যে রাতে হয় আমার এক ফুপাতো বোন আমাকে ডাক দিয়ে বলে আরিফার বোন হয়েছে শুনেই একলাফ আমি বোন দেখবো,,ওরেই কোলে নেওয়া ওর নখের খামছি খাওয়া সবই হয়েছে আমার,,তারপর আমার বড় মামা তো ফুপাতো চাচা তো বোনদের বিয়ে হয় তখন আমি ওদের থেকে ১৪ বছর ১২ বছর ৭ বছর /৩ বছর এমন ছোট তাদের বিয়ের পর তাদের বাচ্চা হলো আমি খালামনি হলাম ওদের কোলে নিয়ে আনন্দ দুষ্টুমি ভয় দেখানো হতো।।

আমি পড়াশোনার পাশাপাশি বাচ্চা পড়াতে লাগলাম  এভাবেই দিন কাটলে লাগলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করলাম ইউনিভার্সিটিতে ভর্তি হলাম।

বড় হলাম বিয়ের কথা নিয়ে আনাগনা শুরু দেখতে দেখতে আমি ও বিয়ের সারিতে দাড়ালাম,,

আমার ও স্বপ মা হবো???কিন্তু বিয়ের ৩ মাসের কালে এপ্যান্ডিটিস অপারেশন হয় তাই ১ বছর সেভলী চললাম তারপর আবার স্বপ্ন বুনলাম কিন্তু স্বপ্ন তো স্বপ্নই থাকলো পূরন হলো না।

এভাবে ১ বছর করতে করতে ২ বছর তারপর ৩ বছর আসে পাশের মানুষের কানাকানি কানে ভাসে,,, বিয়ের এতো বছর বাচ্চা নিচ্ছে না নাকি হচ্ছে না,,কতশত প্রশ্নের সম্মকক্ষীন। শুশুর বাড়ির চাপ,,সমাজের মানুষের চাপ,,আমার ছোট বোনটার বিয়ে হলো ও মা হলো মানুষ আরো পেয়ে বসলো আমায় বোনের শুশুর বাড়ির হাকডাক মেয়েকে আমার থেকে দূরে রাখতে বলে আমি নাকি ক্ষতি করে ফেলবো হিংসায়,,বাবা আমার বোনের মেয়ে দেখে গেলো হারিয়ে গেলো বাবা। আমিও আমার স্বপ্ন নিয়ে বাস্তব থেকে স্বপ্ন দুনিয়ায় বেশি থাকি।

স্বপ্নের রাজ্যেয় আমার একটা মেয়ে আর ছেলে আছে আমি ওদের খুব ভালোবাসি,

এটা আমি আর আমার রব ছাড়া কেউ জানে না।

আর পারছিনা মানুষের কথা মাথায় নিতে ডক্টর দেখানো শুরু করলাম আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই তবুও শুশুর বাড়ির লোকের কথা আমি মোটা তাই বেবি হচ্ছে না।

বিগত ৮ মাস ধরে অসুস্থ এখনো আমি স্বপ্ন দেখি মা হওয়ার,,, তারপর শুনলাম আমার জরায়ুতে ছোট টিউমর বাসা বেধেছে,, সাথে আবার হার্টের সমস্যা নতুন করে মেহমান হয়েছে,,সব মিলিয়ে আমায় সবাই নানা কথা বলে,

ভাগ্য ভালো সবার সাথে স্বামী মত দেইনি তাহার কথা দেওয়ার মালিক আল্লাহ হাতে বানানোর তো কিছু না আল্লাহর সময় হলে আমাদের কোল আলোকে করে সন্তান দিবি,আর আল্লাহর ইচ্ছা না হলে দিবে না তাতেও সে আলহামদুলিল্লাহ। 

আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তা'আলা যা করবেন ভালোর জন্য করবেন,,,

আজও আমি স্বপ্ন দেখি মা হওয়ার?

কবে পূরন হবে আমার স্বপ্ন 

হে আমার প্রতিপালক তুমি তোমার ইচ্ছে হলে আমায় দিও কোল আলো করে ছেলে মেয়ে সুস্থ সবল ভাবে জেনো তাকে তোমার রাস্তায় পাঠিয়ে সুসন্তান তৈরি করার সার্টিফিকেট পাই।

আমিন?


Akhi Akter Mim

313 Blog posts

Comments