মহান রব্বুল আলামীন সুবহানাল্লাহ তা'আলার কত বড় আকাশ সৃষ্টি করেছে।
গোটা বিশ্ব আকাশের ছায়া তলে ঢেকে থাকে। আমার আকাশ খুব ভালো লাগে,,
আকাশ যখন খুশি তখন তার রুপ বদলায়,,,লাল নীল আকাশে কালো সাদায় নিজেকে মাতিয়ে রাখে,,সব কিছুই আল্লাহর রহমতের উসিলায় হয়।
এ আকাশে চাঁদ থাকে,,,তারা থাকে,,সূর্য থাকে,,,মেঘ বৃষ্টি থাকে,,,।
আমি ছোট বেলায় যখন রাস্তায় হাঁটতাম দেখতাম চাঁদ টাও আমার সাথে হাটে,,আমি যেখানে যায় চাঁদ ও সেখানই যায় তাই ভাবতাম চাঁদ আমার বন্ধু আমাকে ছাড়া কোথাও যায় না??
কতই না বোকা ছিলাম গোটা আকাশ টাই যে চাঁদের তা তো বুঝতাম না চাঁদ চাঁদের যায়গায়ই থাকে আমিই ভূল চিন্তা করতাম।
আকাশ ভরা তারার হাট সন্ধ্যা তারা ধ্রুবতারা আকাশই জেনো তারার মেলা,,,আকাশের প্রাণে চেয়ে তারা গুনতে গুনতে সব হিজিবিজি হয়ে যায়,,,,তারার মাঝে আমি নিজেকে খোজে পাই?,,
আকাশ যখন তখন হাসি কান্নায় মেতে থাকে ও মৃদু ও হাসে।
আকাশ আবার তীব্র আগুন হয়ে মানুষকে ঘামিয়ে গোসল করিয়ে ফেলে,,
সূর্য যখন অতিরিক্ত তাপমাত্রা নিয়ে আকাশকে ঘিরে ফেলে তখন পৃথিবীতে অনেক গরম পড়ে।
আকাশ কান্না করে মেঘ হয়ে এসে বৃষ্টি হয়ে পড়ে আকাশের কান্নার ঝুড়ি খোলে।
মাঝে মধ্যে এমন কান্না করে যে ৩/৪ দিনেও কান্না থামে না,,, একবারে বন্যায় ভাসিয়ে ফেলে কান্নার পানিতে।
আকাশ আবার মৃদু হাসে,,,এই বৃষ্টি তো আবার এই রৌদ্রময়,,, বাহিরে কাপড় দিতে গেলেই বৃষ্টি, কাপড় তুলে ফেললে আবার রৌদ্রময় তখন কতশত কথা শুনায় মানুষ সূর্য মামাকে?
আকাশ আবার সাত রংধনুর মেলাও বসে। লাল,হলুদ,বেগুনি,সাদা,আকাশী,নীল,গোগোলাপী রংয়ের বাহাদুরি,,, বোকার মত রংধনু দেখলে মাথার চুল খোলে দিতাম এতে নাকি চুল বড় হয়?
আকাশে কতশত পাখির মেলা সকাল বেলা আকাশ পথে কিচিরমিচির করে পাড়ি দেয় নানান ধরনের পাখি,, চড়ুইয়ের দল তো এক সাথে আকাশে খেলায় মেতে থাকে,,পায়রা ও আকাশে নানা ভাবে খেলা করে,,,,,,সন্ধ্যা হলেই আকাশ পথে নিজ গন্তব্য চলে আসে।
আকাশে যখন মেঘ সাদা কালো হয়ে খন্ড খন্ড ভাগে বিভক্ত হয়ে খেলায় মেতে থাকে আমার চোখ জোড়া যেনো সরতে চাইনা সেই আকাশের মাঝ থেকে।
মেঘের ভেলায় নিজেকে আকাশে ভাসিয়ে নিতে চাই মন,,
আকাশের দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়
ওজু করে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত পড়লে জান্নাতের ৮ টি দরজ খোলে যায়,,আকাশের দিকে বার বার তাকিয়ে থাকলে দোয়া করলে আল্লাহ তা'আলা ও তার উওর দেয়?
আকাশ প্রেমি মানুষদের দেখতে চাই,,