গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

সাধারণ ভাবে আমরা অভিযোগ করতেই পারি
যে গোলাপ ফুলের বাগানে অনেক কাটা রয়েছে
অথবা এটা ভেবে আমরা উৎফুল্লও হতে ??

গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

সাধারণ ভাবে আমরা অভিযোগ করতেই পারি যে গোলাপ ফুলের বাগানে অনেক কাটা রয়েছে অথবা এটা ভেবে আমরা উৎফুল্লও হতে পারি যে. অনেক কাটার মধ্যে গোলাপ ফুল রয়েছে। গোলাপ ফুল হচ্ছে অসমাপ্ত ভালোবাসা ও সম্মানের প্রতীক। যা দিয়ে নিজের প্রিয়জনকে ভালোবাসা জানানো হয় এবং সম্মানীয় ব্যক্তিদের সম্মান জানানো হয়। সৌন্দর্যে ভরা লাল গোলাপের মত তুমি অসাধারণ সুন্দর। যা তোমার দিকে তাকালেই সেই সৌন্দর্য আমাকে প্রতিটি ক্ষণ মুগ্ধ করে তোলে। ভালোবাসা হলো সেই গোলাপ যা আমাদের মনে চিরদিনই ফুটে থাকে। জীবন হলো একটি গোলাপের মতো। যাতে কাটা থাকলেও সৌন্দর্যের একটুকুও কমতি করে না। ..সংগৃহীত সবথেকে সূক্ষ্ম কাটাগুলো অনেক সময় নাজুক গোলাপের সৃষ্টি করে থাকে।


Kader 11

42 Blog posts

Comments
Afnan Chowdhury 13 w

Nice