নয়নতারা ফুল নিয়ে ক্যাপশন

নয়নতারা ফুল নিয়ে ক্যাপশন স্ট্যাটাস ও উক্তি নিয়ে এলাম আপনাদের জন্য । ফুলের দেশ বাংলাদেশ। এ দেশের আনাচে-কানা??

নয়নতারা ফুল নিয়ে ক্যাপশন কবিতা : ১. একমুঠো শুভ্র নয়নতারা দিয়েছিলে এই আমারে সেই বর্ষা ভেজা সকাল বেলা কলেজ যাবার প্রহরে! ২. নয়নে পরিলে, নয়নে লাগে নয়নের নেশায়, নেশা জাগে নয়ন কি গো নয়নতারা! নিশিরাতের ফোটা ফুল? ৩. ছোট্ট তোমার বাগান মাগো, ফুলে ফুলে ভরা, জুঁই চামেলী হাসনাহেনা, আছে নয়নতারা। নরম মাটির পরে যখন ফুটল ছোট্ট চারা, বুকে তোমার খুশির জোয়ার হলে আত্মহারা! Read More >> মানসিক শক্তি নিয়ে উক্তি ৪. সেদিন ছিল ঝুম বৃষ্টির দিন, যে বৃষ্টিতে তুমি ভিজেছিলে নয়নতারা। কিন্তু হঠাৎ যখন এলো বজ্রপাত তুমি হয়ে গেলে প্রচন্ড দিশাহারা। ৫. তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম ঠিক যেন একটি ফুটন্ত নয়নতারা ফুল। দুজনের মাঝে কি অসম্ভব মিল, যেনো পাল্লা দিয়ে সৌন্দর্যের প্রতিযোগিতা।


Kader 11

54 Blog posts

Comments