ভালোবাসার স্ট্যাটাস

এখানে পাবেন অনেক গুলো সুন্দর সুন্দর ভালোবাসার স্ট্যাটাস (love status bangla) ও ভালোবাসা নিয়ে ক্যাপশন । যদি ভালো লাগে, আশা

ভালোবাসার স্ট্যাটাস : ১/ আমরা সবাই ভালোবাসা ভালোবাসা বলি, অথচ প্রকৃত ভালোবাসা সাদা কাকের মতই দুর্লভ । ২/ কোন কিছুকে ভালোবাসার প্রকৃত অর্থ হলো সেই জিনিসটাকে নিয়ে বেঁচে থাকার ইচ্ছা পোষণ করা। ৩/ ভালোবাসা এবং ভালো লাগার মধ্যে অনেক বড় তফাৎ রয়েছে, কাউকে ভালো লাগলেই ভালোবাসা যায়না। ৪/ ভালোবাসার ঋণ কেবলমাত্র ভালোবাসা দিয়েই পরিশোধ করা যায়। ৫/ কামনা আর ভালোবাসা সম্পূর্ণই ২টি ভিন্ন জিনিস, কামনা একটি অস্থায়ী উত্তেজনা মাত্র, আর ভালোবাসা হলো ধীর প্রশান্ত যা চিরন্তন। ৬/ অন্য সকল চোখকে ফাঁকি দেওয়া সহজ হলেও ভালোবাসার চোখকে ফাঁকি দেওয়া সবথেকে কঠিন। ৭/ মাঝে মাঝে ২টি মানুষের ভালোবাসার আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক কে অতিক্রম করে যায়। ৮/ ভালোবাসা হলো একধরণের মায়া, যা পুরুষকে অন্য পুরুষ থেকে এবং মহিলাকে অন্য মহিলা থেকে দূরে রাখে।


Kader 11

42 Blog posts

Comments