রঙ্গন গাছ

Comments · 50 Views

অতি পরিচিত এই ফুলটির সৌন্দর্য মন কেড়ে নেয়

ফুল জিনিসটাকে নিয়ে যত্ই লিখি না কেন তা কম হয়ে যাবে । ফুলকে পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয় । বলা যেতে পারে যারা ফুল পছন্দ করে তাদের মনটাও ফুলের মতো নরম ‌‌। যুগে যুগে ফুল প্রেমিকদের কাছে ফুল তার মুগ্ধতা ছড়িয়েছে ।এরকম একটি ফুল হলো রঙ্গন । রঙ্গন ফুল টবে কিংবা বাগানে শোভাবর্ধন করতে দেখা যায় ।

 

ফুল দেখতে যেমন সুন্দর তেমনি অনেক ঔষধি গুণাগুণ ও নিশ্চয় আছে ‌। রঙ্গন গাছে সাধারণত গ্রীষ্ম ও বর্ষা ঋতুতে ফুটলেও সারাবছরই কম বেশী ফুল ফুটতে দেখা যায়। তবে বর্ষায় রঙ্গন ফুল সবচেয়ে বেশী ফোটে। অন্যান্য ঋতুতে কম ফোটে।আমাদের দেশে রঙ্গন ফুল সাধারণত লাল রঙের বেশি দেখা যায় । তবে নলালের পাশাপাশি, সাদা, হলুদ, গোলাপী, সোনালী রঙের হয়ে থাকে।

 

অন্যান্য ফুলের মতো রঙ্গনের কোন গন্ধ নেই । থোকা থোকা অপূর্ব সৌন্দর্যের জন্য সে অত্যন্ত জনপ্রিয় ফুল। এর ডাল কলম করে লাগানো যায় । এ ফুলের পরিচর্যা অনেক কম লাগে। রঙ্গন গাছ রোদ পছন্দ করে । তাই যেখানে রোদ ভালো পায় সেখানে রাখাই ভালো ‌। যারা ছাদ বাগান করেন তারা ছাদে দুই একটা রঙ্গন গাছের টব রাখতে পারেন। এতে ছাদের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় । 

Comments
Iftekhar Rahat 7 d

nice

 
 
Read more