আমাদের নিজের ভাগ্যের প্রতিই আমার শত অভিযোগ। কেউ আমাকে ভালোবাসেনি তার চেয়ে এই যে নিজেই নিজেকে ভালোবাসতে না পারার আক্ষেপই আমার সবচেয়ে বেশি । প্রতিনিয়ত অযত্নে বেড়ে উঠা আমার কষ্ট , ক্লান্ত ভেজা চোখ, স্বপ্ন, এসব আমরা নিজের মাঝেই লুকিয়ে বাঁচি । কারও জীবনে থাকতে হলে মূল্যবান মানুষটি হয়েই থাকা উচিত। যদি কারও কাছে আপনার গুরুত্ব না থাকে তাহলে সেখানে পরে থাকাটা অযৌক্তিক, অসম্মানের।
হতে পারে সেই মানুষটাকে আপনি ভালোবাসেন বা মানুষটা আপনার খুব প্রিয় কাছের কেউ । কিন্তু সেল্ফরেসপেক্টের চেয়ে কোন কিছুই বড় নয়। যারা আপনাকে অবহেলা করে, কষ্ট দেয়,তবু অলয়েজ তাদের পেছনে পরে থাকা সত্যিই বোকামী।
আমরা আসলেই ভুল মানুষের কাছে ছোট হই, নত হই। যারা সত্যিই আমাদের গুরুত্ব দেয়, আমাদের মূল্যায়ন করে তারা কখনই কোথাও আমাদেরকে এতটুকু ছোট হতে দেয় না। বরং সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদেরকে সবসময় আগলে রাখে।