চিড়ার পোলাও

সাধারণ আমরা পোলাও বলতে একধরনের চালের ভাতকে বুঝি,,কিন্তু ভিন্ন স্বাদের জন্য নানান ভাবে পোলাও করা যায়।

বাঙালির রান্নাঘরে চিঁড়ের পোলাও বেশ জনপ্রিয় একটি খাবার। সকালের জলখাবার হোক বা বিকেলের টিফিন, চিঁড়ের পোলাও যেকোনও সময়েই খাওয়া যেতে পারে। এটি খেতেও অত্যন্ত সুস্বাদু হয়, আর বানাতেও বেশি সময় লাগে না। তাহলে আসুন দেখে নেওয়া যাক চিঁড়ের পোলাও তৈরির রেসিপি......

 

উপকরণ:-

 

চিঁড়ে দুই কাপ

একটা আলু সেদ্ধ কুচি 

সামান্য গোটা জিরে

হলুদ গুঁড়ো ১/২ চা চামচ 

পরিমাণমতো কাঁচা লঙ্কা কুচি

২টো শুকনো লঙ্কা

একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি 

১ চা চামচ আদা কুচি 

হাফ কাপ চিনাবাদাম 

স্বাদমতো নুন 

পরিমাণমতো চিনি 

পরিমাণমতো সাদা তেল 

১/২ চা চামচ সর্ষে

 

পদ্ধতি:-

১) সর্বপ্রথমে চিঁড়ে ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে বাদাম ভেজে তুলে নিন, তারপর আলু সেদ্ধ ভাজুন। 

 

২) এবার সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ ও আদা কুচি দিয়ে ভাজুন। 

 

৩) তারপর কড়াইতে আলু, কাঁচা লঙ্কা কুচি ও হলুদ গুঁড়ো দিয়ে ভালভাবে নাড়াচাড়া করুন। 

 

৪) এবার তাতে চিড়ে দিয়ে মেশান ভাল করে। 

 

৫) এরপর নুন, চিনি, বাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করুন। তারপর নামিয়ে নিন।

 

তাহলই তৈরি চিড়ার পোলাও 


Akhi Akter Mim

313 Blog posts

Comments