বাংলা

১ম শ্রেণীর বাংলা সাধারণ প্রশ্ন গুলো

১/ শব্দার্থ লিখ: (যে কোন ১০টি) (১০)

 

আষাঢ়, ময়না, রবি, ভারি, নয়ন, তৃণ, বৃক্ষ, পায়রা, উৎসব, ঝড়, চাষী, সড়ক।

 

২/ কবিতা লিখ: (১টি) (১০)

 

 ছুটি অথবা, ভোর হলো।

 

৩/ শূন্যস্থান পূরণ কর:(৫)

 

(ক) পাকা জামে.........উঠি।

 

(খ)........ তুলিতে যাই।

 

(গ) আম কুড়াতে.........

 

(ঘ) খুকু........ খুলল।

 

ঙ) রোজ তাই.........ভাই।

 

৪/ প্রশ্নের উত্তর লিখঃ (২০)

 

(ক) ভোর বেলায় কী ডাকে?

 

(খ) আমাদের জাতীয় পাখি কী?

 

(প্র) ইলিশের রং কেমন?

 

(ঘ) ইলিশ কোথায় থাকে?

 

(৪) আমাদের জাতীয় মাছ কি?

 

৫/ যুক্তবর্ণ লিখ: (১০)

 

ন্দ, ক্ত, স্ত, ম্ব, ঙ্গ ।

 

৬। স্বরচিহ্নের ব্যবহার লিখঃ (৫)

 

চখ, ঋত, সত, অট, রই।

 

৭/ যে কোন ২টি প্রশ্নের উত্তর দাও (১৫)

 

৫) ৫টি ফুলের নাম লিখ?

 

(খ) পদ কাকে বলে? কত প্রকার ও কি কি?

 

ক) ৫টি ফলের নাম লিখ?

 

৮/ বিপরীত শব্দ লিখ (৫)

 

গরম, ঘৃণা, দেনা, যোগ, কাঁচা।

 

৯/এক কথায় প্রকাশ: (১০)

 

(ক) বাঘের ডাক।

 

(খ) ময়ূরের ডাক।

 

(গ) বিদেশে থাকে যে।

 

(ঘ) যার সীমা নেই।

 

(ঙ) যে মিথ্যা কথা বলে।

 

১০/ অনুচ্ছেদ লিখ (১০)

 

ক) আমাদের বিদ্যালয়।


Sadia Akter

15 Blog posts

Comments