লায়লী মনজু প্রেমকাহিনী

জীবনে প্রেমই করতে পারলাম না আর কিরবো কপালে জুটে নাই প্রেম আর লায়লী মনজুর কাহিনী শুনে প্রেমের স্বাদ উঠে গেছে।

লাইলি মজনুর প্রেম কাহিনী**

 

লাইলী মজনু কাব্য থেকে লাইলী মজনু যখন

 

পাঠশালায় লেখা পড়া করতেন তারা তখনই

 

প্রতিজ্ঞা করেন প্রেমের আগুনে তাদের শরীর পুড়ে

 

পতঙ্গের মত

 

হয়ে যাবে তবু তারা সারাজীবন চির প্রেমের বন্ধনে

 

থাকবেন ।

 

একে অপরকে সারা আর অন্য কোন মানব প্রেমে

 

জরাবেন না।

 

পাঠশালা থেকে লাইলী সখীদের সাথে একবার বাড়ি

 

ফেরার পথে ঠিক করল মজনুর সাথে দেখা করবে কিন্তু

 

কি ভাবে হঠাৎ করে বুদ্ধি খাতিয়ে সখিদের বল্ল

 

তোমরা আগে আগে যেতে থাক আমি পিছু আছি

 

তোমাদের সাথে এক সংঙ্গে যাওয়া সম্ভব নয় আমার

 

পায়ে কাঁটা ফুটেছে । পরে লাইলীর সংঙ্গের সখীরা

 

আগে চলেগেলেন আর লাইলী পিছু নিলেন মজনুর

 

সাথে দেখা করার জন্য ।

 

লাইলী আর মজনু প্রায় সময় পাঠশালা থেকে বাড়ি

 

ফেরার পথে মজনু লাইলীকে বলতেন লাইলী নিশ্চয়

 

আমি আমার জিবনে কোন পূর্ণ করেছি আর সে পূর্ণের

 

ফল হিসেবে তোমাকে পেয়েছি।

 

অবশ্যই আমার কোননা কোন পূর্ণের ফল হলে তুমি ।

 

মজনু লাইলীকে বলতেন লাইলী ছাড়া মজনুর জীবন

 

ব্যর্থ । আর লাইলী মজনুকে বলতেন আমার জীবন যৌবন

 

বন্ধু সবই তোমার এবং তা শুধু তোমারই থাকবে তুমি

 

বীনে অন্য পুরুষ নয় ।

 

লাইলী আর মজনু পাঠশালা থেকে ফেরার পরে দুজন

 

দুজনার বাড়ি চলে যাবার পরে যখন রাত্রী বেলা দুই

 

জন দুই জনের ঘরে শুয়ে থাকতেন তখন তাদের চোখে

 

ঘুম আসত না আর তখন তারা চিন্তা করতেন কখন সকাল

 

হবে কখন সূর্য উঠবে আর তখন তারা একে অপরকে

 

দেখে মনের জ্বালা মেটাবে ।

 

পাঠশালায় সকল সংঙ্গীদের মন লেখা পড়ায়

 

থাকলেও তাদের মন দুজন দুজনের দিকে থাকত ।

 

পাঠশালায় সকল সংঙ্গী সখীরা শাস্ত্র পাঠ করত ।

 

লাইলী আর মজনু তারা দুজন দুজনকে দেখত

 

আর প্রেমপাঠে ব্যস্ত থাকত ।

 

এ ভাবে তাদের প্রেম চলতে থাকে । হঠাৎ করে

 

একদিন লাইলী মা তাদের প্রেমের কথা জানতে

 

পারেন ।


Abdul Aziz

33 Blog posts

Comments