ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য অল্প সংখ্যক কিছু প্রশ্ন যা থেকে কমন আসতে পারে।
#১১ নং সহ যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।
১।একজন শিক্ষক ৪০টি আপেল ও ২৪টি কলা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে চান।
(ক) তিনি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করতে দিতে পারবেন?
(খ) আপেল ও কলার সংখ্যা ৪টি করে কম হলে, তিনি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন?
২।চারটি লাইট প্রথমে একত্রে জ্বলার পর লাল রংয়ের লাইট ৬ মিনিট, হলুদ রংয়ের লাইট ৯ মিনিট, নীল রংয়ের লাইট ১২ মিনিট এবং সবুজ রংয়ের লাইট ১৫ মিনিট পর পর জ্বলে।
(ক) নূন্যতম কত মিনিট পরে লাইটগুলো আবার একত্রে জ্বলবে?
(খ) লাইটগুলো সন্ধ্যা ৭ টায় একত্রে জ্বললে, নূন্যতম কয়টার সময় পুনরায় একত্রে জ্বলবে?
৩। ১০০টি আম এবং ১৮০টি লিচু কিছু সংখ্যক বালক বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া হলো।
ক) সর্বাধিক কতজন বালক বালিকার মধ্যে আম ও লিচুগুলি নিঃশেষে ভাগ করা হলো?
খ) প্রত্যেকে কয়টি আম পাবে? গ) প্রত্যেকে কয়টি লিচু পাবে?
৪। হিসাব কর।
ক) ২/৩+১/৩ খ) ২/৭-১/৭ গ) ৪/৬+৩/৬
ঘ)১/৭+৩/৭+৫/৭ ঙ) ৩/৪+৭/৮+১১/১২
৫।সংক্ষিপ্ত প্রশ্ন:
১) কোন সংখ্যা যেকোনো সংখ্যারই গুণনীয়ক?
২) তিনটি ঘন্টা প্রথমে একত্রে বেজে প্রতি ৬, ৯ ও ১২ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। এখানে ন্যূনতম সময় কী হবে?
৩) ২০, ৩৬ এবং ৪০ এর ল.সা.গু. কত?
৪) ৫ এর গুণনীয়কগুলো লেখ।
৫) ৮ এর গুণনীয়ক কয়টি?
৬)১৬ এর তিনটি গুণিতক লেখ।
৭)১২ ও ১৫ এর সাধারণ গুণনীয়ক কয়টি?
৮)৬ এবং ১৭ এর গসাগু কত?
৯) নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।
১০) ১ কিলোমিটার= কত মিটার?
৬।একটি পতাকা দণ্ডের ১/৪ অংশ সবুজ, ১/২ অংশ লাল। অপরটি নীল রং করা হলো। নীল রং করা অংশের দৈর্ঘ্য ২ মিটার।
(ক) পতাকা দণ্ডের কত অংশ নীল রং করা হলো?
(খ) সবুজ ও লাল অংশের মোট দৈর্ঘ্য কত মিটার?
৭। মামুন বাজারে গিয়ে ৩/৪ কেজি চিনি, ৪/৫ কেজি ডাল, ২ ১/২কেজি ময়দা কিনলো।
(ক) সে মোট কত কেজি দ্রব্য কিনল?
(খ) সে মোট কত কেজি চিনি ও ডাল কিনল?
(গ) সে চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনল?
৮। তালেব সাহেবের কাছে ৭২০০০ টাকা ছিল। তিনি তা থেকে ১/৩ অংশ বিদ্যালয়ে, ৫/৯ অংশ হাসপাতালে দান করলেন।
(ক) তিনি তার টাকার কত অংশ দান করলেন?
(খ) তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন?
(গ) দান করার পর তার কাছে কত টাকা রইল?
৯। হিসাব কর:
ক)১/৩×৩/৫
খ)৭/৯×৪/২১
গ)৩/৮×৮/৯
১০। হিসাব কর:
ক)৩/২÷১/৩
খ)৭/৯÷২/২৭
গ)৭/১০÷৭/১২
১১। চিত্রসহ সংজ্ঞা লিখ : (২টি)
ক)আয়ত
খ)রম্বস
গ)বৃত্ত।
প্রশ্নগুলো নানা রকম নামকরা বই এবং গাইড থেকে সংরক্ষণ করা হয়েছে। কিছু বোর্ড পরীক্ষায়ও ছিলো, আশা করি কমন পড়বে।