১/সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : (ক)অর্থনীতি কি?
(খ)কোন সময় পর্যন্ত বাংলায় প্রচুর পরিমাণে পাটের চাষ হত?
(গ)উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
(ঘ)কাকে টাকশাল বলা হতো?
(ঙ)প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে পদ্মা সেতু উদ্বোধন করেন?
(চ)প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
(ছ)বঙ্গ জনপদ কত শতকে বেঙ্গল নামে পরিচিতি লাভ করেন?
(জ)কত সাল থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা অঞ্চলের মানুষের উপর শোষণ শুরু করে?
(ঝ)কার মাধ্যমে বাংলায় মুসলিম শাসন শুরু হয়?
(ঞ)দক্ষিণ এশিয়ার কোন অংশে বাংলা অঞ্চল অবস্থিত?
২/রচনামূলক প্রশ্নের উত্তর দাও :
(ক)অর্থনৈতিক ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব বর্ণনা করো?
(খ)বাংলা অঞ্চলের কৃষি পণ্য পাট সম্পর্কে ব্যাখ্যা কর?
(গ)অর্থনৈতিক ইতিহাসের আলোচ্য বিষয় ব্যাখ্যা কর?
(ঘ)ব্রিটিশদের বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষ কেন বিদ্রোহ করেছিল?
(ঙ)পাকিস্তান রাষ্ট্র কেন ভেঙে যায়?
১/ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও: ১৫টি
(ক)অর্থনীতি কি?
(খ)কোন সময় পর্যন্ত বাংলায় প্রচুর পরিমাণে পাটের চাষ হতো?
(গ)উয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
(ঘ)কাকে টাকশাল বলা হত?
(ঙ)ইউরোপীয়দের মধ্যে ভারতবর্ষে প্রথম কোন জাতি আগমন করেন?
(চ)বঙ্গ জনপদ কত শতকে বেঙ্গল নামে পরিচিত লাভ করে?
(ছ)দক্ষিণ এশিয়ার কোন অংশে বাংলা অঞ্চল অবস্থিত?
(জ)কত সাল থেকে পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলা অঞ্চলের মানুষের উপর শোষণ শুরু করে?
(ঝ)কার মাধ্যমে বাংলায় মুসলিম শাসন শুরু হয়?
(ঞ)শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
(ট)বঙ্গভঙ্গ হয় কত সালে?
(ঠ)সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
(ড)সাইমন ড্রিং কোন দেশের নাগরিক ছিলেন?
(ঢ)জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক?
(ণ)ভেটো শব্দের অর্থ কি?
২/বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও :৮টি
(ক)বাংলার সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শিল্প পণ্য সম্পর্কে বর্ণনা করো।
(খ)বাংলা অঞ্চলের কৃষি পণ্য পাঠ সম্পর্কে ব্যাখ্যা কর? অর্থনৈতিক ইতিহাসের আলোচ্য বিষয় ব্যাখ্যা কর?
(গ)বারো ভূঁইয়া বলতে কি বুঝ? ব্রিটিশদের বিরুদ্ধে বাংলা সাধারণ মানুষ কেন বিদ্রোহ করেছিল?
(ঘ)স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র কিভাবে গঠিত হয়?
(ঙ)বঙ্গবন্ধুকে কেন বিশ্ব বন্ধু বলা হয়েছে?
(চ)ব্রিটিশ শাসনামলে বাংলা অঞ্চলের মানুষ বিক্ষোভ হয়ে ওঠে কেন? বিশ্লেষণ কর।
(ছ)শরণার্থী বলতে কি বুঝায়?
(জ)বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্ব শিল্পী সাহিত্যিকদের অবদান আলোচনা কর।
(ঝ)মুক্তিযোদ্ধা বলতে কি বুঝ?
(ঞ)বাংলায় ইসলাম ধর্ম প্রচার কিভাবে শুরু হয়? বর্ণনা কর।