আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَصَلاَةِ الضُّحَى وَنَوْمٍ عَلَى وِتْرٍ.
আমার খলীল ও বন্ধু (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তিনটি কাজের ওসিয়্যাত (বিশেষ আদেশ) করেছেন। আমৃত্যু তা আমি পরিত্যাগ করব না। (কাজ তিনটি হল) ১. প্রতি মাসে তিন দিন সিয়াম (পালন করা), ২. সালাতুদ দোহা (চাশত এর সালাত আদায় করা) এবং ৩. বিত্র (সালাত) আদায় করে ঘুমানো।
সহীহ বুখারী, হাদীস ১১৭৮ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ১১০৮