সহীহ বুখারী, হাদীস ৫৯৭১

মায়ের মর্যাদা সম্পর্কে একটি হাদিস

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

 

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِي قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ أَبُوكَ

 

এক লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে জিজ্ঞাসা করল: ইয়া রাসূলাল্লাহ! আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার বেশী হকদার? তিনি বললেনঃ তোমার মা। লোকটি বললোঃ তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার মা। সে বললোঃ তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বললোঃ তারপর কে? তিনি বললেনঃ তারপর তোমার বাবা।

 

সহীহ বুখারী, হাদীস ৫৯৭১ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৫৪৬


Mohammad Minar

111 Blog posts

Comments