সহীহ বুখারী, হাদীস ৫৩৯৩

ইবনু উমর রা. ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ তাঁর সঙ্গে খাওয়ার জন্য একজন মিসকীনকে ডেকে না আনা হতো।

নাফি’ রহ. থেকে বর্ণিত,

 

كَانَ ابْنُ عُمَرَ لاَ يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ فَأَدْخَلْتُ رَجُلاً يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا فَقَالَ يَا نَافِعُ لاَ تُدْخِلْ هَذَا عَلَيَّ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ.

 

ইবনু উমর রা. ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ তাঁর সঙ্গে খাওয়ার জন্য একজন মিসকীনকে ডেকে না আনা হতো। একদা আমি তাঁর সঙ্গে বসে আহার করার জন্য জনৈক ব্যক্তিকে নিয়ে আসলাম। লোকটি খুব বেশি আহার করল। তিনি বললেনঃ নাফি’! এ ধরনের লোককে আমার কাছে নিয়ে আসবে না। আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, মু’মিন এক পেটে খায়। আর কাফির সাত পেটে খায়।

 

সহীহ বুখারী, হাদীস ৫৩৯৩ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫০০১


Mohammad Minar

111 Blog posts

Comments