বাংলা

Comments · 7 Views

বাংলা সাজেশন বোর্ড বই এবং গাইড থেকে নেওয়া হয়েছে।

শ্রেণী : তৃতীয় 

বিষয় :বাংলা প্রথম পত্র 

১ ও ২ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ: নিচের অনুচ্ছেদটি পড়ো। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়। কোনো কোনো উৎসব একান্তই পরিবারের লোকজন পালন করে। কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে। আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায়। (১লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এ দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাঁড়ি, হাতি-ঘোড়া, কাঠের পুতুল বিক্রি হয়) বিক্রি হয় মুড়ি, মুড়কি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়। নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে। যেমন, ফুল সংগ্রহ করা হয়। অনেক রকম সবজি দিয়ে পাঁচন রান্না করা হয়। মজার মজার খেলার আয়োজন করা হয়

 

নিচের শব্দগুলোর অর্থ লেখ যেকোনো পাঁচটি 

১/উৎসব, বরণ, নববর্ষ, অঞ্চল, রীতি পার্বত্য, জাঁকজমক 

২/নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ

ক,উৎসব মানে কি 

খ,পহেলা বৈশাখ কি নববর্ষ কাকে বলে 

গ,বৈশাখী মেলা কখন বসে, এই মেলায় কি কি বিক্রি হয়? 

 

 ৩ ও ৪ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ (পাঠ্যবই বহির্ভূত): 

১৯১৪ সালের ২৯শে ডিসেম্বর জয়নুল আবেদিন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম। তমিজউদ্দিন আহমদ। তমিজউদ্দিন আহমদ পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। জয়নুলের মায়ের নাম। জয়নাবুন্নেসা। জয়নুলের নয় ভাইবোন ছিলেন। ভাইদের মধ্যে জয়নুল ছিলেন বড়ো। তার স্কুল জীবন। কেটেছিল ময়মনসিংহ শহরে। ময়মনসিংহের মৃত্যুঞ্জয় বিদ্যালয়ে তিনি পড়তেন। ছেলেবেলা থেকেই। জয়নুল্ ছিলেন অন্য সহপাঠীদের চেয়ে আলাদা। সবাই যখন হইহুল্লোড় করত, জয়নুল তখন মনোযোগ দিয়ে আকাশের রং বদলে যাওয়া দেখতেন

৩/নিচের কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হল। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ কর 

 

 

ক)জয়নাল আবেদীন কিশোরগঞ্জে....করেন 

খ)তমিজ উদ্দিন আহমদ পুলিশ বিভাগে...... ছিলেন 

গ)ভাইদের মধ্যে জয়নুল ছিলেন..... 

ঘ)জয়নুল ছিলেন অন্য সহপাঠীদের চেয়ে.... 

ঙ)ময়মনসিংহের মৃত্যুঞ্জয়.... তিনি পড়তেন 

 

৪)নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 

ক)জয়নুলের ছেলেবেলা সম্পর্কে পাঁচটি বাক্য লেখ 

খ)ছেলেবেলা থেকে জয়নুল কেমন ছিলেন 

গ)জয়নুলের পরিবার ও প্রাথমিক লেখাপড়া সম্পর্কে কয়েকটি বাক্য লেখ 

৫)নিচের বাক্যগুলোর দাগ দেওয়া ক্রিয়া পদে চলতে রূপ লেখ যেকোনো পাঁচটি 

ক,রফিক এগিয়ে (আসিতেছে) 

খ,লোকটি (চলিয়া) গেল 

গ,তিনি আমাকে (চিনতে) পারেননি 

ঘ,ভাবছি ভালো ডাক্তার( দেখাইব)

ঙ,মা আমাকে (বলিলেন) 

চ,শীতকাল শুরু (হইয়াছে) 

ছ,ঘোড়া টকব গিয়ে (ছুটিতেছে) 

 

৬(নিচের অনুচ্ছেদটি পরে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী( কে কি কোথায় কিভাবে কেন কখন) ব্যবহার করে পাঁচটি প্রশ্ন তৈরি কর 

ঐশী আর ওমর খালুর বাড়িতে বেড়াতে এসেছে। খালাতো বোন সীমা আপা তাদের সাথে আছে। খালু ওদেরকে তার সবজি ও ফলের বাগান দেখাবেন। বাড়ির পাশে সবজি বাগানের একদিকে আছে লাউ গাছ। লাউয়ের মাচায় লাউ ঝুলে রয়েছে। সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল। ফুল গুলো দেখতে ভারী চমৎকার। 

 ৭)নিচের যুক্তবর্ণগুলো বিভাজন কর ও প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে একটি করে বাক্য লেখ যেকোনো পাঁচটি 

ন্ত্র স্ত ষ্ট্র ক্ত ষ্ঠ,শ্ছ প্প

 

৮)বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ 

 

পড়ার খরচ জোগাতে তিনি কাজ করেছেন পুতুলের কারখানায় কামরুল কেবল ছবি আঁকা নিয়েই ব্যস্ত ছিলেন না পাশাপাশি শরীরচর্চাও দেশ সেবক তরুণদের সংগঠন ব্রতচারীদের জলে যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে পেয়েছেন খাঁটি বাঙালি হওয়া শিক্ষা 

 

৯)এক কথায় প্রকাশ কর যে কোন পাঁচটি 

১)মায়ের ভাই 

২)ঋণ আছে যার 

৩)একই উদরে জন্ম যাদের 

৪)গোলাপের মতো রং 

৫)বিদেশে থাকে যে 

৬)একই সঙ্গে পাঠ করে যে 

৭)পান করার ইচ্ছা 

 

১০)নিচের বাক্য গুলো দাগ দেওয়া শব্দের বিপরীত শব্দ লেখ যেকোনো পাঁচটি 

 

ক,তারা ছিল (দানবের) মতো ভয়ংকর 

খ,তার জামাটি (নতুন) 

গ,এভাবে আকার প্রতি জোকস( সৃষ্টি) হল 

ঘ,কামরুল ছবি আঁকা নিয়ে (ব্যস্ত) ছিলেন 

ঙ,সবাই (দ্রুত) সরে যান 

চ,কামরুল পেয়েছেন (খাঁটি) বাঙালি হওয়ার শিক্ষা 

ছ,তখন তিনি( পিছিয়ে) গেলেন 

 

অথবা, প্রতিটি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখ যেকোনো পাঁচটি 

 

হুকুম, ছবি, কারখানা, দোকান, পুস্তক , নির্মম

 

১১)নিচের কবিতা অংশটুকু পরে প্রশ্নগুলোর উত্তর দাও :

আমাদের দেশে হবে সেই ছেলে কবে 

কথায় না বড় হয়ে কাজে বড় হবে? 

মুখে হাসি বুকে বল কে যে ভরা মন মানুষ হতেই হবে এই যার পন

বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ? 

ক,কবি কেমন ছেলেদের আশা করেন? 

খ,কবিতাংশটি সারাংশ লেখো? 

গ,বিপদ আসলে কবি কি করতে বলেছেন? 

১২,মনে করো তোমার নাম জবায়েদ তুমি তৃতীয় শ্রেণীতে পড়ো শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ কর 

 

শিক্ষাবৃত্তি ফরম 

 

 

১.শিক্ষার্থীর নাম :...

২.পিতার নাম :...

৩.বিদ্যালয়ের নাম :...

৪.শ্রেণী :...

৫.রোল নম্বর :....

৬.সর্বশেষ পরীক্ষার ফল :....

 

শ্রেণী শিক্ষকের স্বাক্ষর..... 

 

১৩)মনে করো তোমার নাম রনি তালুকদার তুমি তৃতীয় শ্রেণীতে পড়ো বিনা বেতনে অধ্যায়নের জন্য অনুমতি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন পত্র লেখ। 

১৪)রচনা লেখ যে কোন একটি 

বর্ষাকাল, 

আমাদের দেশ 

ধান

 

বিষয় :বাংলা দ্বিতীয় পত্র 

 

১)সমার্থক শব্দ লেখ পাঁচটি 

রাত, শুরু, ভোর, হইচই, বোন, গ্রাম 

 

২)বিপরীত শব্দ লেখ পাঁচটি 

সুন্দর, গ্রীষ্মের, বন্ধু, নেবে, সস্তা, আনন্দে 

 

 

৩/এক কথায় প্রকাশ কর পাঁচটি 

১)উপকার স্বীকার করে যে 

২)বনে গিয়ে যে ভোজন 

৩)অনেকের মধ্যে একজন 

৪)দলের নেতা যিনি 

৫)অন্যের অধীন 

৬/স্মরণ রাখার যোগ্য 

 

৪/ভাব সম্প্রসারণ লিখো একটি 

 

বিদ্যা অমূল্য সম্পদ 

 

 

 

৫)মনে কর তোমার নাম রনি তালুকদার তুমি তৃতীয় শ্রেণীতে পড়ো বিনা বেতনে অধ্যায়নের জন্য অনুমতি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন পত্র লেখ 

 

৬/রচনা লেখ 

 

বর্ষাকাল 

আমাদের দেশ 

 

 ৭)প্রশ্নের উত্তর লেখ যেকোনো দুইটি 

বাক্য কাকে বলে 

বচন কাকে বলে 

সন্ধি কাকে বলে

 

Comments
Read more