ইসলাম শিক্ষা

ইসলাম শিক্ষা প্রশ্ন এবং সাজেশন

 

শ্রেণী ৪র্থ

 

বিষয়: ইসলাম শিক্ষা৷ 

 

১ নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : ১৫টি

ক) তাহারাত সম্পর্কে মহানবী (স) কী বলেছেন?

খ) মাগরিব নামাযের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয়?

 

গ) ঈদের দিনের সুন্নত কাজ গুলো কী কী?

 

ঘ) দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করা সায় কীভাবে ?

 

ঙ) আমরা আল্লাহর ইবাদত করব কেন?

 

চ) ইসলামের কোন ইবাদতের জন্য পবিত্র কাবায়।

 

যেতে হবে? 

ছ) কোন দিকে মুখ করে সালাত আদায় করতে হলে

জ) আমাদের মহানবি (স) এর চরিত্র কেমন ছিল?

ঝ) আব্বা-আম্লার সাথে কিরূপ ব্যবহার করব?

ঞ) শিক্ষকের সাথে দেখা হলে কী করব?

ট) মহানবি (স) বড়দের সাথে কেমন ব্যবহার করতে।

ঠ) আমরা কাজের লোকদের সাথে কেমন ব্যবহার বক

ড) প্রতি বেশী ক্ষুধার্ত হলে আমরা কী করব?

ঠ) সত্যবাদী কাকে বলে?

ন) ওয়াদা পালন করা অর্থ কী 

 

২নং রচনা মূলক প্রশ্নের উত্তর দাওঃ ৪টি।

 ক) ইবাদত শব্দের অর্থ কী? ইবাদত কাকে বলে?

খ) সচ্চরিত্র কাকে বলে? উদাহরণ দাও।

গ) আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের তালিকা তৈরি কর।

ঘ) শিক্ষক আমাদের কী কী শেখান?

ঙ) প্রতি বেশী কারা? আমরা প্রতি বেশীর সাথে কিরূপ ব্যবহার করব?

চ) বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত?

 

ক) মহানবী সাঃ সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন ? 

খ) সৃষ্টির সেবা কাকে বলে ? 

গ) ক্ষমাশীল ব্যক্তি কে ? 

ঘ) মন্দ কাজ কাকে বলে? 

ঙ) আমরা পিতা মাতার জন্য কি বলে দোয়া করব ? 

চ) মহানবী সাঃ শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কি বলেছে ? 

ছ) প্রাকৃতিক পরিবেশ কাকে বলে ? 

জ) আমরা বাসার কাজের লোকদের সাথে কি রুপ ব্যবহার করব ? 

ঝ) সবকিছু আল্লাহর সৃষ্টি এর সেবা কাকে বলে ? 

ঞ) আল্লাহর ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব কোনটি ? ট মহানবী সাঃ মক্কা ছেড়ে যাওয়ার সময় বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন কেন ? 

ঠ কোরআন মজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ? 

ড মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি ? 

ঢ কণ্ঠনালির হরফ কয়টি ? 

ণ মানব জাতির আদি পিতা ও আদি মাতা কে কে ছিলেন ? 

 

২ নং রচনা মূলক প্রশ্নের উত্তর দাও ৪টি।

ক) মহানবী সাঃ এর জীবনে ক্ষমার একটি আদর্শ কাহিনী উল্লেখ কর  

খ) আমরা পিতা মাতার খেদমত করবো কেন ? 

গ) দেশপ্রেম কাকে বলে ? আমাদের দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করার চারটি উপায় লেখ । 

ঘ) প্রতিবেশীর সাথে তুমি কেমন আচরণ করবে ? তাদের সাথে করো এমন চারটি ভালো কাজ লেখ । 

ঙ) সহপাঠীদের মধ্যে ভেদা ভেদ করা উচিত নয় কেন ? সহপাঠীদের সাথে কেমন আচরণ করবে সে সম্পর্কে চারটি বাক্য লেখ । 

চ) জীবে দয়া সম্পর্কে হাদিসে উল্লেখিত মহিলার ঘটনাটি পাঁচটি বাক্য উল্লেখ কর । 

ছ) কুরআন মজিদ কার বাণী ? কুরআন মাজীদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কী কী ?

 


Sadia Akter

15 Blog posts

Comments