সন্তান,

Comments · 6 Views

কত মা নিঃসন্তান হয়ে জীবন কাটিয়ে দিচ্ছে।আবার কিছু মা সন্তান পেয়ে ও মূল্য দিচ্ছে না

কোন মা যদি সীদ্ধান্ত নেন ,

 

তিনি বাচ্চাদেরকে ডিভাইস (টিভি,মোবাইল) দিবেন না।

 

তিনি বাচ্চাদেরকে জাংক ফুড খাওয়াবেন না। হেলথ ,নিউট্রেশন নিয়ে জ্ঞান অর্জন করবেন এবং সব সময় বাসায় রান্না করে হেলদি খাবার খাওয়াবেন। 

 

বাচ্চাদের কে ভালো মানের শিক্ষার ব্যবস্থা করবেন। তাদের পড়াশোনা মনিটর করবেন। প্রয়োজনে নিজে শিখে বাচ্চাদের শিক্ষা দিবেন।তাদের বেসিক মজবুত করার জন্য কাজ করবেন।বই পড়ার অভ্যাস তৈরি করবেন। তাদের পড়া কায়দা ,কোর'আন এর প্রতিটা শব্দ নিজে বসে শুনবেন এবং কারেকশন করে দিবেন। কারিকুলাম নিয়ে নিজেও স্টাডি করবেন। 

 

বাচ্চাদের কে আর্লি ঘুম পারানো এবং আর্লি ওঠানোর অভ্যাস করাবেন। নামাজ শিক্ষা দিবেন। কোর'আন শিক্ষা দিবেন। আমল এর অভ্যাস করাবেন। 

 

বাচ্চাদের কে নিজের যত্ন এবং ঘরের কাজ শেখাবেন। বড়দের কাজে সাহায্য করতে শিখাবেন। 

 

বাচ্চাদের সাথে হাসিমুখে কথা বলবেন। তাদের সব প্রশ্নের উত্তর দিবেন। তাদের শারীরিক মানসিক বিকাশের জন্য কাজ করবেন। তাদের ইমোশন কে গুরুত্ব দিবেন। তাদেরকে ফিজিক্যালি একটিভ করার জন্য প্লে গ্রাউন্ডে খেলতে নিবেন। তাদের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস নিয়েও যত্নশীল হবেন। 

 

বাচ্চাদের প্রতিটা কথা খেয়াল করবেন। ভুল হলে সংশোধন করে দিবেন। ভালো কথা বললে উৎসাহ দিবেন। তাদের কে ইনসাফ শিখাবেন। এম্পেথি শিখাবেন। কাউকে ঠকাবে না। কাউকে খারাপ জিনিস টা দিবেনা। নিজেকে শ্রেষ্ঠ ভাববেনা। সবাইকে সম্মান করবে। ভাই বোন দের সাথে মিলেমিশে থাকবে। 

 

এরকম আরো অনেক কিছু....

 

এই কাজ এই এফোর্ট গুলো চোখে দেখা যায়না। 

 

চোখে দেখা যায় এলোমেলো ঘর, নিজের এলোমেলো অবস্থা, সময় এর টানাটানি, বাচ্চাদের ছোটাছুটি কান্নাকাটি,হাজার প্রশ্ন,বাবা মা এর সময় আর এটেনশন পাবার জন্য দুষ্টামি। 

 

সমাজ যদি ভালো সন্তান চায়, ভালো মুসলিম চায়, ভালো উম্মাহ গড়ে উঠুক এটা চায় , তাহলে এই কাজ গুলোকে সাপোর্ট করুন। মা দের এফোর্ট গুলোর প্রশংসা করুন। প্রচন্ড কষ্ট করে মা রা এই কাজ গুলো করেন। এইগুলো শুধু মা এর একার কাজ এমন না। একজন মুসলিম সন্তান, আল্লাহ 'র দেয়া একজন আমানত কে হেফাজত করা , তাকে গড়ে তোলা এত সহজ কাজ না। একটা সমাজ কে দরকার হয়, একটা পুরো পরিবারকে দরকার হয় , একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান কে দরকার হয় আল্লাহ র দেয়া একজন মুসলিম বাচ্চাকে প্রতিপালন করার জন্য।

 

আমরা যদি মা দের থেকে এই ভালো কাজ গুলো আশাই না করি, তাদেরকে সহযোগিতা না করি, এত দিন ধরে যত ভুল ভাবে সমাজ চলে আসছে ,সেই ছাঁচেই মা এর থেকে আশা রাখি, মা দের ভুল ধরতেই থাকি, নিজেদের আরাম আয়েশ ছাড়তে না পারি, আমরা কখনো একজন শক্তিশালী উম্মাহ আশা করতে পারি না। 

 

যদি আমরা দ্বীন বুঝি, যদি দ্বীনের জন্য আমাদের দরদ থাকে, বাচ্চাদের উত্তম প্রতিপালন কে আমাদের টপ মোষ্ট প্রায়োরিটি দিতেই হবে। নিজেদের আরাম আয়েশ ত্যাগ করতে হবে। সন্তান আমার সম্পত্তি না। 

সন্তান কে ভালো খারাপ গুন গুলো আমরাই শিখাতে পারি।সব সময় তাদের সামনে বড় ছোট সবাইকে সালাম দেওয়া। সালামের উওর নেওয়া।তাদের সামনে কথোপকথন এমন ভাবে করা যেনো তাদের এটায় বুজানো হয়।কথার মাঝে সব সময় মাধুর্য থাকে।সন্তানকে নিয়ে খোলা বাতাসে ঘুরতে যাওয়া আসে পাশের মানুষদের সাহায্য করা। 

সন্তান আল্লাহর দেওয়া একটা নেয়ামত ও আমানত।

আমাদের বিশ্বে অনেক মা আছে যারা একটা সন্তানের আশাই আল্লাহর কাছে দিন রাত সেজদায় লুটিয়ে থাকে।

আর কিছু মা আছে সন্তান পাওয়ার পর ও তাকে সঠিক রাস্তায় আনতে পারে না।আবার তারা তাদের মত সময় পার করে সন্তান কোথায় গেলো ভালো রাস্তায় নাকি খারাপ রাস্তায় সে খেয়াল রাখে না।

সন্তানকে গাছের মতন চর্চাকরুন তেমন চাষ করবেন তেমন ফল পাবেন।

আপনি যত্ন করবেন না হাজারো আগাছা জন্মাবে।আপনি যত্ন নিলে পাশে থাকে আগাছা কেটে পরিচর্চা করবেন,,

আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের ফলকে বিফলে যেতো দিবো না

ইনশাআল্লাহ সন্তানকে বাগানের ফুল বানাবো।

মিষ্টি ফল বানাবো।

 

আমিন

 

 

Comments
Read more