আমার রব

আল্লাহতা'আলা মহান,
তিনি অদ্বিতীয় তার কোনো শরীক নেই।

মনে রাখবেন 

আল্লাহ যখন দেওয়া শুরু করবেন, শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবেন না।

আলহামদুলিল্লাহ।"পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো, আপনি রবের কাছে কিছু চেয়েছেন এবং সেটা পেয়ে গেছেন"

 

(আলহামদুলিল্লাহ্)

যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের রিজিক আরো বাড়িয়ে দেব?

সূরা-ইবরাহীম-০৭?

আলহামদুলিল্লাহ??

যিনি কূপ থেকে তুলে ইউসুফ আঃ কে মিশরের সিংহাসনে বসাতে পারেন। সেই রব তোমার যাবতীয় দুঃখ কষ্টগুলোকেও মহানন্দে পরিনত করতে পারেন, ইনশাআল্লাহ ❤️

আমরা কিছু পাওয়ার যোগ্য নয়। 

তারপরও মহান রব অফুরন্ত 

নেয়ামত দান করেছেন।

আলহামদুলিল্লাহ।

আমরা কিছু পাওয়ার যোগ্য নয়। 

তারপরও মহান রব অফুরন্ত 

নেয়ামত দান করেছেন।

আলহামদুলিল্লাহ।

আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে এক সেকেন্ড ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন 

ইন শা আল্লাহ ?✊

আল্লাহর প্রিয় বান্দাদের দুঃখ কষ্ট কেন আসে

 

যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি প্রিয় তার উপর দুঃখ-কষ্টের কঠোরতা তত বেশি। আল্লাহর প্রিয় বান্দাদের বিপদাপদ ও দুঃখ-কষ্টের অন্তরালে কল্যাণ ও রহমত লুকিয়ে থাকে। এক হাদীসে রাসূল (সা.) ইরশাদ করেন-

 

"আল্লাহ যখন কোনো বান্দাকে মহাব্বত করেন ভালোবাসেন, তখন তার উপর বিভিন্ন প্রকার বিপদাপদ ও দুঃখ-কষ্টের পরীক্ষায় অবতীর্ণ করেন। কোনো কোনো বর্ণনায় এসেছে, ফেরেশতাগণ তখন আল্লাহকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ! সে তো আপনার প্রিয় বান্দা, পুণ্যবান বান্দা, আপনার প্রতি তার পূর্ণ ভালোবাসা রয়েছে, তা সত্ত্বেও আপনি তার উপর এত অধিক পরীক্ষা এবং দুঃখ- কষ্ট প্রেরণ কেন করছেন? জবাবে আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দাকে এই অবস্থায় থাকতে দাও। কারণ তার দোয়া-প্রার্থনা, তার আহাজারী, তার কাকুতি-মিনতি আমার নিকট খুব ভালো লাগে।"আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে এক সেকেন্ড ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন 

ইন শা আল্লাহ ?✊আল্লাহর প্রিয় বান্দাদের দুঃখ কষ্ট কেন আসে

 

যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি প্রিয় তার উপর দুঃখ-কষ্টের কঠোরতা তত বেশি। আল্লাহর প্রিয় বান্দাদের বিপদাপদ ও দুঃখ-কষ্টের অন্তরালে কল্যাণ ও রহমত লুকিয়ে থাকে। এক হাদীসে রাসূল (সা.) ইরশাদ করেন-

 

"আল্লাহ যখন কোনো বান্দাকে মহাব্বত করেন ভালোবাসেন, তখন তার উপর বিভিন্ন প্রকার বিপদাপদ ও দুঃখ-কষ্টের পরীক্ষায় অবতীর্ণ করেন। কোনো কোনো বর্ণনায় এসেছে, ফেরেশতাগণ তখন আল্লাহকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ! সে তো আপনার প্রিয় বান্দা, পুণ্যবান বান্দা, আপনার প্রতি তার পূর্ণ ভালোবাসা রয়েছে, তা সত্ত্বেও আপনি তার উপর এত অধিক পরীক্ষা এবং দুঃখ- কষ্ট প্রেরণ কেন করছেন? জবাবে আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দাকে এই অবস্থায় থাকতে দাও। কারণ তার দোয়া-প্রার্থনা, তার আহাজারী, তার কাকুতি-মিনতি আমার নিকট খুব ভালো লাগে।"যে বয়সে আমি আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছি...

সে বয়সে অনেকেই কবরে শুয়ে আছে, তাই শুকরিয়া আদায় করি...!!! 

আলহামদুলিল্লাহ?হে আল্লাহ দেহটাকে সাদা কাপড় দিয়ে মোড়ানোর আগে,, অন্তরটাকে ঈমান দিয়ে মোড়ানের তৌফিক দান করুন

আমিন।কখন বুঝবেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট?

 

যখন দেখবেন, সারাদিন খাওয়া-দাওয়া, গল্প-আড্ডা, ফেসবুক-টুইটার, ইউটিউব-টিকটক সবকিছুর জন্য সময় পাচ্ছেন; কিন্তু সারা দিন-রাত মিলিয়ে পাঁচটা পৃষ্ঠা কুরআন তিলাওয়াতের সময়-সুযোগ হচ্ছে না। ফরয নামাযের আগে সুন্নতে মুআক্কাদা পড়ার সময় পাওয়া যাচ্ছে না। প্রায়ই কয়েক রাকাত ছুটে যাচ্ছে, এমনকি মাঝেমধ্যে জামাত ছুটে যাচ্ছে।

তখনই বুঝবেন, আপনাকে ঢিল দেয়া হচ্ছে। আপনার রব আল্লাহ আপনার প্রতি খুবই অসন্তুষ্ট এবং নাখোশ হয়ে আছেন।

 

নিজের এরকম অবস্থা নিয়ে খুব ভয় করা এবং চিন্তিত হওয়া উচিৎ।

সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আল্লাহর রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি!

 

"আলহামদুলিল্লাহ্"

আমাদের সবাইকে নেক হেদায়েত ও সঠিক পথে চলার তৌফিক দান কর আমিন

আমিন সুম্মাআমিন

সুবহানাল্লাহ 

আলহামদুলিল্লাহ 

আল্লাহ আকবর 

 


Akhi Akter Mim

313 Blog posts

Comments