আমার প্রিয় তমা সাথে পরিচয় হয় আমার ছিলো অনলাইনে থেকে একটু একটু কথা বলতে বলতে কেটে গেলো প্রথম রাতি আমাদের ভিতরে কথা চলছে জীবন কাহিনী নিয়ে আমার জীবন কাহিনী বলতে বলতে প্রিরায় মোধ রাতি হয় তার পড়ে তার জীবন কাহিনী শুনতে শুনতে এক সময় তার সাথে খুব গভির ভাবে পরিচয় হলো আর এখন তার সাথে আমি আছি প্রিরায় এক বছর হলো কিন্তু মজার বিষয় টা হচ্ছে তার সাথে কথা বলার চেয়ে ঝগড়া টা বেশি হয় আমার দুই টা কথা না বলতেই ঝগড়া শুরু হয় এর পড় দুই তিন দিন ঝগড়া চলে রাত্রি হলে আবার দুই জন দুই জন কে সরি বলি বলে আবার আমাদের প্রেম কাহিনী ছোট ছোট দুষ্টুমি চলে কিন্তু আজে হঠাৎ করে তার কাছে অন্য একটা মেয়ের কথা বলছি ওই মেয়েটা কথা শুনাল পড়ে আমার গার্লফ্রেন্ড আমার কোনো কথার উত্তর দিতেছিলো না তাকে বললাম কথা বলো না কেন কি হয়েছে বলে তুমি কি শুনাইলে আমার তো কথা বলার ভাষা নেই এর পড়ে ওই মেয়েটা কথা বলার জন্য অনেক কথা শুনতে হলো অবশেষে আবার আমাদের মিল হয়ছে রাত দুইটা পর্যন্ত কথা হয়েছে কিন্তু আমি কথা বলতে পারিনি অনেক জোর করছে কথা বলার জন্য কিন্তু আমি অনেক সমশ্যা হয়ছিলো তার জন্য তাকে ঘুমাই দিয়ে এসে তার গল্প আপনাদের সাথে তুলে ধরলাম আসা করি সবাই পছন্দ হবে আগামী তে আরো সুন্দর করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ছিলো আমার প্রিয় তুমার গল্প ☺️☺️☺️
Salamsheikh00001111
47 Blog posts