? সকাল-সন্ধ্যার গুরুত্বপূর্ণ আমল। ‼️
যে আমলটি আল্লাহ্ এবং রাসূলের নিকট সবচেয়ে বেশি প্রিয়, সেটির ব্যাপারে আমাদের সবারই জানা থাকা উচিত।
➖➖➖➖◄◖❂◗►➖➖➖➖
❖ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
সুবহানাল্লাহ্
আলহামদুলিল্লাহ্
লা ইলাহা ইল্লাল্লাহ্ এবং
আল্লাহু আকবার
.
বলতে আমি এতো ভালোবাসি যে, এগুলো বলা আমার কাছে (পৃথিবীর বুকে) সূর্যের নীচে যা কিছু আছে, তার সবকিছু থেকে বেশি প্রিয়। [সহিহ মুসলিম: ২৬৯৫]
.
❖ অন্য হাদিসে এসেছে, এই বাক্যগুলো আল্লাহর নিকটও সর্বাধিক প্রিয় বাক্য। তুমি ইচ্ছামতো বাক্যগুলোর কোনোটিকে আগে, কোনোটিকে পরে বলতে পারো। [সহিহ মুসলিম: ২১৩৭]
.
❖ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
► ‘‘যে ব্যক্তি ১০০ বার ‘সুবহানাল্লাহ’ বলবে, সে ১০০ ক্রী.তদা.স মুক্ত করার সওয়াব পাবে;
► যে ব্যক্তি ১০০ বার ‘আলহামদুলিল্লাহ্’ বলবে, সে আল্লাহর রাস্তায় ল.ড়া.ইয়ের জন্য ১০০ টি সাজানো ঘোড়ায় মুজা.হিদ প্রেরণের সওয়াব পাবে;
► যে ব্যক্তি ১০০ বার ‘আল্লাহু আকবার’ বলবে, সে ১০০টি মাকবুল (কবুলকৃত) উট কুর.বানির সওয়াব পাবে;
► যে ব্যক্তি ১০০ বার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে, সে এত সওয়াব পাবে, যার ফলে আসমান ও যমিন পূর্ণ হয়ে যাবে।’’ [ইবনু মাজাহ: ২/১২৫২, মুসনাদ আহমাদ: ৬/৩৪৪, হাদিসটি হাসান]
❖ অন্য হাদিসে এসেছে, এ বাক্যগুলো কিয়ামতের দিন আমলনামায় সর্বাধিক ভারী হবে। [নাসাঈ, সুনানুল কুবরা: ৬/৫০, মুসনাদ আহমাদ, তাবারানি, মাজমাউয যাওয়াইদ: ১/৪৯, ১০/৮৮]
শুয়ে, বসে, দাঁড়িয়ে, অযুসহ, অযু ছাড়া, দিনে-রাতে, মহিলাদের পিরিয়ড চলাকালীন—সর্বাবস্থায় এগুলো পাঠ করা যাবে।