কিছু কাহিনী

ভালোবাসা সুন্দর যদি সেটা এক জনের প্রতি থাকে

পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা তুমুল প্রেম থাকে। সে প্রেমের জন্য সে অনেক অনেক সেক্রিফাইজ করতে পারে। সে তার প্রিয় মানুষটার জন্য যেমন পাহাড় পর্বত উঠার মতন যেমন চড়াই উৎরাই পাড় করতে পারে আবার মনের ভিতরে গ্যাটস ফিল খারাপ হলে সে সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারে।

 

এই যে মানুষের পরিবর্তন এটা কেউ নিজে নিজে পরিবর্তিত হয় না। অপর মানুষটা যখন সম্পর্কের ব্যাপারে সত্য থাকে না, হিডেন অনেক কিছুই রাখতে চায় । তখন অপর মানুষটা ইনসিকিউর ফিল করে । তীব্র ভালোবাসার জোয়ারে সে আর আগের মতন ভাসতে পারে না।ভালোবাসা ব্যাপারটা তপস্যারত সন্ন্যাসীর মতন তাকে রেসপেক্ট করে ধ্যান ভাঙ্গাতে হয় না।

 

কেউই আমরা মানুষ বলতেই পারফেক্ট না , দুজন মানুষ সম্পর্ক থাকা কালীন একই অভ্যাসে অভ্যাসগত গত ও না ।দুজন মানুষের বিশ্বাস ও জীবন ধারন সম্পূর্ন ভিন্ন । তবুও তারা একই জায়গায় মিল থাকে তা হলো সততা ও বিশ্বস্তা ও দায়িত্ববোধে । যদি এটাও দুজন মানুষের মধ্যে না থাকে ,তাহলে সে তীব্রতা নিয়ে আর আগের মতন ভালোবাসা যায় না। তখন তীব্র প্রেম ও ফিকে হয়ে যায় । 

 

আর একজন পার্টনার যদি অনেক সেনসেটিভ মনের হয় , তাহলে ওই টুকুন স্পেস দিতে হয় , যেটুকু নিরাপত্তা দিলে সে সম্পর্কে নির্ভরতা পায় । এক তরফা প্রেম ও এপ্রিশিয়েন যেমন সম্পর্ক টেকায় না , তেমন এক তরফা এফোর্ট ও সম্পর্কে ধ্বংস করে দেয়।

 

তাই এক্টা জায়গায় প্রতিটা মানুষের পারফেক্ট থাকা উচিত , আপনি যাকে ভালোবাসেন তার কাছে নিজেকে ট্রু ভাবে রিপ্রেজেন্ট করুন ।যাতে করে তার তীব্র প্রেমে ভাটা না আসে । মিথ্যা ও মিস ট্রিট করা হলো, প্রেমের ক্ষেত্রে ব্যাধীর মতন যা ধীরে ধীরে যে কোন হেলদী সম্পর্ক ও শেষ হয়ে যায়।

 

~মাসুমা ইসলাম নদী -


Salamsheikh00001111

47 Blog posts

Comments