⭕
আমির হামজার মাহফিলে এসে নিখোঁজ
বাকপ্রতিবন্ধী মোজাহার
গত রবিবার বগুড়ায় মুফতি আমির হামজার সীরাত মাহফিল শুনতে এসে নিখোঁজ হয়েছে মোজাহার হোসেন (২৫) নামের এক বাকপ্রতিবন্ধী তরুণ। বাড়ীর কাউকে না জানিয়ে মাহফিলে আসার পর থেকে সে আর বাড়ীতে ফেরেনি। মা-বাবা হারা মোজাহারের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন বড় ভাই সাজু মিয়া। কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে জানানোর অনুরোধ করা হলো। মোজাহার হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার করিআনজুল গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে।