জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সেরা কলেজ গুলোর মধ্যে অন্যতম সরকারি আজিজুল হক কলেজ!কিন্তু দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় এত পরিমাণ অবহেলিত যা বলার ভাষা রাখে নাহ! ৪ বছরের কোর্স ৬-৭ বছর লাগে কম্পিলিট করতে, এটা কোনো শিক্ষা ব্যাবস্থা হলো? পরীক্ষা দিলেও রেজাল্টের কোনো খোজ নাই, অনেকের অভিযোগ ভুতুড়ে খাতা কাটে! হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, নিয়মিত ক্লাস নাই, এগুলো দেখার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রা চুপ করে বসে থাকে কেমনে? আমরা অতি শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের জন্য আন্দোলন করবো!
এইজন্য আমাদের মেসেঞ্জার গুরুপ খোলা হইছে সেখানে এড হয়ে আপনাদের মতামত দিবেন এবং আমরা এর শেষ দেখতে চাই!