আমরা প্রত্যেকে ব্যস্ততা নামক জিনিসটার ভুক্তভোগী । একটুখানি ভালো থাকা,ভালো জীবন যাপনের তাগিদে আমরা জীবনটাকে কর্মের মাঝে উৎসর্গ করে দিই । কেউ শ্রম দিয়ে, কেউবা মেধা দিয়ে প্রতিনিয়ত কর্ম করে যাচ্ছে । অনেকের মতে টাকাই সব কিছু না । তবে টাকা যে সবকিছুর উর্ধ্বে এটাই বাস্তব । আবেগ দিয়ে কখনও জীবন চলতে পারে না । তবে কর্মমুখী এই জীবনে অবকাশেরের ও প্রয়োজনীয়তা আছে ।
মানুষ সামাজিক জীব । সমাজে, পরিবারে , বিভিন্ন অঙ্গ সংগঠনে মানুষ জড়িয়ে থাকবে এটাই স্বাভাবিক । কিন্তু প্রায় দেখা যায় মানুষ নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে তার পারিপার্শ্বিক জগতে সময় দেয়ার অবকাশটুকু নেই । যখন একজন অপর একজন মানুষকে যখন সময় দিতে না পারে ,তখন আস্তে আস্তে একে অপরে দুরত্ব বাড়তে থাকে । সামাজিক, পারিবারিক যে বন্ডিং তা আর থাকে না ।
সবার মাঝে একটা কৃত্রিমতা চলে আসছে দিন দিন । আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব । নিজেকে নিয়ে ব্যস্ততার অজুহাতে একে অপরের থেকে সরে আসছি । আমাদের মধ্যে উদারতা, পরোপকারীরা, স্বদেশপ্রেম,সামাজিক মূল্যবোধ থাকাটা অত্যন্ত জরুরি । ব্যস্ততার মাঝেও একটু নিজেকে এবং অন্যকে সময় দেওয়ার চেষ্টা করুন । এতে করে আপনার আশেপাশের মানুষের কাছে সমাদৃত হবেন । তখন দেখবেন মানুষ হিসেবে আমরা নিজেই নিজের কাছে সবোর্চ্চ মর্যাদাপূর্ণ হতে পারব ।