চিন্তাভাবনা

মানব চেতনা ও কল্পনার সীমাবদ্ধতা

আমাদের কল্পনা কত সীমাবদ্ধ! ভূত, এলিয়েন কল্পা করলেই আমরা চোখ, মুখ, হাত, পা কল্পনা করি। এর বাইরে আমরা কিছু ভাবতেই পারি না। অথচ আল্লাহর কি অপূর্ব সৃষ্টি - প্রাণী ও উদ্ভিদ। হাত, পা, চোখ,  নাক,  মুুখ, আচার, আচারণ, বেড়ে উঠা, খাদ্য গ্রহণ সবই আলাদা। তারপরও দুইটাই একই রকম DNA দিয়ে সৃষ্টি। ভাবা যায়? অথচ আমরা এরকম অন্যন্য কোন  কিছু ভাবতে পারি না কেন? যার  সাথে অন্য কোন কিছুর মিল থাকবে না? 


Adeel Hossain

242 Blog posts

Comments