সমুদ্র সৈকত

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সমুদ্র সৈকত

কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত ।এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র । এজন্য কক্সবাজারকে বলা বাংলাদেশের পর্যটন রাজধানী । এই সৈকতে আরও কিছু সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে । এগুলো হলো: লাবনী সৈকত, হিমছড়ি, ইনানী বিচ, সাবরাং । ইনানী বিচ সোনালী বালু এবং পরিষ্কার পানির জন্য বিখ্যাত । 

 

টেকনাফের সাবরাং সৈকতে বিদেশি পর্যটকদের আকর্ষণের জন্য নির্মিত হচ্ছে "এক্সক্লুসিভ টুরিস্ট জোন " । বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মিত কক্সবাজার -টেকনাফ (৮০ কি.মি দীর্ঘ) সড়কটি পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে পরিচিত ।

 

কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় । এছাড়াও সমুদ্র সৈকতকে ঘিরে উঠেছে সেখানকার মানুষের জীবিকা । পর্যটকদের জন্য অসংখ্য দোকান পাট । সেখানে পাওয়া যায় বিভিন্ন রকমের জিনিস । প্রতি বছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এ ব্যবসা জমজমাট চললেও অন্য সময়ে পর্যটক কম থাকায় সংকটে পড়তে হয়। 


Hoimonti Shukla

137 Blog posts

Comments