জীবনের ভাষা

DNA and Genome sequence as a blueprint of life.

আচ্ছা বলেন তো , হাস জন্মানোর পরপরই সাতার কাটতে শেখে কিভাবে? অথবা ডিম ফুটে কচ্ছপের বাচ্চা বের হওয়ার সাথে সাথে সমুদ্রের দিকে যেতে থাকে । ওই সদ্য জন্মানো কচ্ছপকে কোন দিকে সাগর আছে তা কে বলে দিল?

আসলে এই গুলো কেউ শেখায় না। এগুলো সতঃসিদ্ধ। এইগুলো ওই প্রাণীর DNA তে লেখা থাকে। আমরা জানি কম্পিউটার ০,আর ১ দিয়ে চলে। ১০১১১০১১১১ এরকম বাইনারি কোড হল কম্পিউটারের ভাষা । এই দুটি সংখ্যা দিয়েই কম্পিউটারের যাবতীয় কাজ করা হয়। একইভাবে আমাদের জীবনেরও ভাষা আছে। A, T, G, C এই চারটি অক্ষর দিয়েই জীবনের ভাষা তৈরি হয়। Example- AATTACCGGCCATGCAATGGACC  এটা হলো আমাদের দেহের একটা কোড। এই কোড এর মাধ্যমে নির্ধারিত হবে আপনি কালো হবেন নাকি ফর্সা? খাটো হবেন নাকি লম্বা? আমাদের শরীরের যাবতীয় বৈশিষ্ট্য এটার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। 


Adeel Hossain

242 Blog posts

Comments