আচ্ছা বলেন তো , হাস জন্মানোর পরপরই সাতার কাটতে শেখে কিভাবে? অথবা ডিম ফুটে কচ্ছপের বাচ্চা বের হওয়ার সাথে সাথে সমুদ্রের দিকে যেতে থাকে । ওই সদ্য জন্মানো কচ্ছপকে কোন দিকে সাগর আছে তা কে বলে দিল?
আসলে এই গুলো কেউ শেখায় না। এগুলো সতঃসিদ্ধ। এইগুলো ওই প্রাণীর DNA তে লেখা থাকে। আমরা জানি কম্পিউটার ০,আর ১ দিয়ে চলে। ১০১১১০১১১১ এরকম বাইনারি কোড হল কম্পিউটারের ভাষা । এই দুটি সংখ্যা দিয়েই কম্পিউটারের যাবতীয় কাজ করা হয়। একইভাবে আমাদের জীবনেরও ভাষা আছে। A, T, G, C এই চারটি অক্ষর দিয়েই জীবনের ভাষা তৈরি হয়। Example- AATTACCGGCCATGCAATGGACC এটা হলো আমাদের দেহের একটা কোড। এই কোড এর মাধ্যমে নির্ধারিত হবে আপনি কালো হবেন নাকি ফর্সা? খাটো হবেন নাকি লম্বা? আমাদের শরীরের যাবতীয় বৈশিষ্ট্য এটার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।