অনেকে হয়তো লিনাক্স এর নাম শুনে থাকবেন। লিনাক্স একটি বিনামূল্যে ব্যাবহারযোগ্য অপারেটিং সিস্টেম। আমরা কম্পটিউটারে যেমন windows operating system ব্যাবহার করি তেমনভাবে linux ও ব্যাবহার করা যায়। এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি চাইলে সিস্টেম ফাইল এ পরিবর্তন করতে পারবেন। আর windows এর মত এর purchase fee এবং update এর ঝামেলা নেই। linux এর অনেক বড় একটা কমিউনিটি রয়েছে । যেকোন ধরনের সফটওয়ার সম্পর্কিত সমস্যার সমাধান এখানে পাওয়া যায়। তাছাড়া এখানে Terminal ব্যবহার করে সরাসরি কম্পিউটার মেশিন কে কোন একটা কমান্ড দেওয়া যায় , যে সুবিধাটা windows এ নেই। আপনি যদি linux একবার ব্যবহার করেন তাহলে এটি আপনার ভালো লাগতে বাধ্য। এখানে আপনি ইচ্ছামত কাস্টমাইজ করার সুযোগ পাবেন। লিনাক্স এর অনেক গুলো distibutor রয়েছে। Ubuntu, kali linus এর মধ্যে অন্যতম। বিভিন্ন জটিল এনালাইসিস এর কাজে লিনাক্সকে ব্যবহার করা হয়।
Adeel Hossain
242 Blog posts