ধান ক্ষেত,

Comments · 3 Views

ধান ক্ষেতের সোনালী শস্য,
কৃষকের স্বপ্নের রাজ্য।
মাটির গন্ধে ভরপুর,

"ধন ক্ষেত" নিয়ে 150 কেকের বাংলা কবিতা:

 

ধন ক্ষেতের সোনালী রূপ,  

বাতাসে লেগে যায় সুগন্ধ।  

বৃষ্টি আসে, মাটি ভিজে,  

সবুজের মাঝে খেলে বংশদূত।  

 

ধানের শীষে হাসির ছটা,  

কৃষকের শ্রমে গড়ে ওঠে সপ্ন।  

শস্যের মাঠে সুরের তালে,  

ভালোবাসার গল্প গায়ে বাজে।  

 

রৌদ্রের তাপ, ঝড়ের বাধা,  

সবই সহে, তবু উঠে দাঁড়ায়।  

ধন ক্ষেতের স্বপ্নময় জগৎ,  

জীবনের গান, মাটির সাথে মিলায়।  

 

কষ্টের মাঝে খুঁজে পাওয়া,  

আশার আলো, স্বপ্নের বীজ।  

ধান ক্ষেতের রূপে-রঙে  

মিলিয়ে যায় সকল প্রীতি।  

 

এভাবেই বয়ে চলে জীবন,  

ধন ক্ষেতের সঙ্গী হয়ে।  

একটি একটি ধানের গাথা,  

শ্রমের সুরে লেখা সুখের কথা।

Comments
Read more